বুধবার, ১৮ জুন ২০২৫, ০৬:১০

বৃটেনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশী লুৎফুর রহমান

বৃটেনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশী লুৎফুর রহমান

বৃটেনে বর্তমান সময়ের সেরা ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় দ্বিতীয়বারের মতো স্থান করে নিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ নাগরিক লুৎফুর রহমান। যুক্তরাজ্যের ‘ডেইলি  টেলিগ্রাফ’ পত্রিকা সমপ্রতি এই তালিকা প্রকাশ করেছে। ‘টপ হান্ড্রেডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অন দ্য লেফট’ শিরোনামে বর্তমানে যুক্তরাজ্যের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রথম স্থান দখল করেন লেবার পার্টির প্রধান এড মিলিব্যান্ড।
শততম প্রভাবশালী ব্যক্তি হিসেবে নির্বাচিত হন সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। এ তালিকায় ৬৮তম স্থান পেয়েছেন বাংলাদেশের লুৎফুর রহমান। তিনি দ্বিতীয়বারের মতো এ তালিকায় স্থান করে নিলেন। গত বছরের তালিকাতে তার অবস্থান ছিল ৭৮তম। টেলিগ্রাফের রিপোর্টে তাকে বেশ সক্রিয় একজন কমিউনিটি লিডার হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে টাওয়ার হ্যামলেটে বড় ধরনের পরিবর্তন আনার জন্য তাকে সফল মেয়র বলে উল্লেখ করা হয়েছে। লুৎফুর লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রথম নির্বাচিত নির্বাহী মেয়র। যুক্তরাজ্যে এ পর্যন্ত সরাসরি ভোটে নির্বাচিত ১৩ জন নির্বাহী মেয়রের মধ্যে তিনি একমাত্র বাংলাদেশী। প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পাওয়ার প্রতিক্রিয়ায় লুৎফুর রহমান বলেছেন, আমার সাহস ও শক্তির মূল উৎস আমার এলাকার জনগণ, যাঁরা আমাকে ভালোবেসে মেয়র নির্বাচিত করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025