বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৬:২৫

প্রতিবাদ জানাতে অনুষ্ঠানেই পদত্যাগের ঘোষণা দিলেন রাশিয়ান উপস্থাপিকা

প্রতিবাদ জানাতে অনুষ্ঠানেই পদত্যাগের ঘোষণা দিলেন রাশিয়ান উপস্থাপিকা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: তথ্যপ্রযুক্তিকে মানুষ কতভাবেই না কাজে লাগাচ্ছে। এই যেমন টিভি উপস্থাপিকা লিজ ভাল সরাসরি টিভির অনুষ্ঠানে নিজের পদত্যাগের ঘোষণা দিলেন। লিজ ভাল রাশিয়া টুডে টিভির উপস্থাপিকা ছিলেন। ইউক্রেনে পুতিনের হস্তক্ষেপের প্রতিবাদে বুধবার তিনি অনুষ্ঠান চলাকালীন সময়ে পদত্যাগের ঘোষণা দেন। এর মাত্র দু’দিন আগে একই টিভির উপস্থাপিকা অ্যাবে মার্টিন এক অনুষ্ঠানে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদ করেন।

ভাল রাশিয়া টুডের ওয়াশিংটন ডিসি-ভিত্তিক করেসপন্ডেন্ট ছিলেন। পদত্যাগের ঘোষণাকালে তিনি বলেন, রাশিয়া সরকারের অর্থায়নে পরিচালিত হয় এমন কোনো নেটওয়ার্কের (টিভি) অংশ হয়ে আমি থাকতে চাই না। তিনি বলেন, মার্কিনি হয়ে আমি গর্বিত। সত্য প্রচারে আমি বিশ্বাসী। তাই মিথ্যাচারের অংশ হয়ে থাকতে চাই না বলেই আমি পদত্যাগের ঘোষণা দিচ্ছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025