রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:২৪

একনেক বৈঠকে ৩১৯০ কোটি টাকার ৭ প্রকল্প অনুমোদন

একনেক বৈঠকে ৩১৯০ কোটি টাকার ৭ প্রকল্প অনুমোদন

শীর্ষবিন্দু নিউজ: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৩ হাজার ১৯০ কোটি টাকার ৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সরকারের নিজস্ব তহবিল থেকে ৬’শ ৩১ কোটি টাকা এবং প্রকল্প সহায়তা থেকে ২ হাজার ৫৫৮.৯৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

পদ্মা সেতু প্রসঙ্গে  পরিকল্পনামন্ত্রী বলেন, পদ্মা সেতুতে কোনো ধরনের দুর্নীতি হয়নি। কাজই শুরু হয়নি তবে দুর্নীতি কিভাবে হবে আমাদের জানা নেই।তবে পদ্মা সেতু নিয়ে ঘটে যাওয়া সব কিছুর আসল ইতিহাস বেরিয়ে আসবে। এডিপি প্রসঙ্গে বলেন, আমাদের চাহিদা অনুযায়ী সংশোধিত এডিপি’র আকার হবে। একনজরে ৭টি উন্নয়ন প্রকল্প:  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প।এটি বাস্তবায়নে মোট ব্যয়  ১০৫ কোটি টাকা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ, প্রকল্পেরর ব্যয় ৩৪ কোটি টাকা।

ভৈরব নদী পুনঃখনন প্রকল্পের ব্যয় ৭৩ কোটি টাকা। আরডিএ খামার ল্যাব. স্কুল অ্যান্ড কলেজ আধুনিকায়ন, প্রকল্পের ব্যয় ৩৪ কোটি টাকা। আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পে ব্যয় ১ হাজার ৯০০ কোটি টাকা। এস্টাবলিস্টমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিসট্রেজ অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইনটিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম প্রকল্পে ব্যয় ৩৭০ কোটি টাকা এবং তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্পে ব্যয় ৬৫১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025