শীর্ষবিন্দু নিউজ: বিদ্যুতের দাম ৬.৬৯ শতাংশ বাড়ানো হয়েছে। বিকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন দাম বাড়ানোর ঘোষণা দেবে। বর্ধিত দাম ১লা মার্চ থেকেই কার্যকর হবে।
ভোক্তা সংগঠনগুলোর প্রতিবাদের মুখে বিইআরসি দাম বাড়ানোর এ ঘোষণা দিচ্ছে। ন্যুনতম বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে বিশেষ সুবিধা রেখে মূল্য সমন্বয় করেছে বিইআরসি। এর আগে বিতরণ কোম্পানীগুলোর দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি অনুষ্ঠিত হয় বিইআরসি কার্যালয়ে। নিয়ন্ত্রণ সংস্থার কারিগরি মূল্যায়ন কমিটি বিদ্যুতের দাম ছয় ভাগ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল।