রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৮

সংসদে বিরোধী দলের ওয়াক আউট: সরকারি দলের হাস্যরস

সংসদে বিরোধী দলের ওয়াক আউট: সরকারি দলের হাস্যরস

শীর্ষবিন্দু নিউজ: বিদ্যুৎ এর দাম বাড়ানোর প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দল ওয়াক আউট করেছে। রোববার দশম সংসদ শুরু প্রারম্ভেই বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিদ্যুৎ এর দাম বাড়ানোকে অযৌক্তিক বলেন।

দুই দিন সাপ্তাহিক বিরতীর পর রোববার দশম সংসদের ২৫ তম কার্য দিবস শুরু হয় বিকেল ৫ টা ১৭ মিনিটে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংরক্ষিত আসনের সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে দিনের কার্যসূচি শুরু করেন। স্পিকার প্রশ্নোত্তর টেবিলে উত্থাপনের ঘোষণা দেওয়ার পরেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রতিবাদ জানান বিরোধী দলীয় চিফ হুইপ। ৫টা ২২ মিনিটে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের নেতৃত্বে বিরোধী দলীয় সদস্যরা ওয়াক আউট করেন। এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন। বিরোধী দলের ওয়াক আউটে সরকার দলীয় সংসদ  সদস্যরা হাস্যরসে মেতে উঠেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকার দলীয় সংসদ সদস্যরা বিরোধী দলের ওয়াক আউট দেখে হাসাহাসি করেন। যদিও ৯ মিনিট পরেই সংসদে যোগ দেয় বিরোধী দল। ৫ টা ৩১ মিনিটেই পুনরায় অধিবেশনে যোগ দেয় বিরোধী দল। এই প্রথম বিরোধী দল জাতীয় পার্টি সংসদ থেকে ওয়াক আউট করে। দশম সংসদের প্রথম কার্য দিবস থেকেই সংসদে ছিলেন বিরোধী দল। ২৫তম কার্য দিবসে এসে প্রথমবারেরমতো ওয়াক আউট করলেন বিরোধী দলীয় সদস্যরা।

ওয়াক আউট করার আগে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, অতীতে সব সময়ই আমরা বিরোধী দলে ছিলাম, কখনও আওয়ামী লীগের কখনও বিএনপি’র। এবারই প্রথম প্রধান বিরোধী দল হিসেবে সংসদে এসেছি। বিরোধী দল সম্পর্কে টিআইবি’র মন্তব্যের সমালোচনা করে তাজুল ইসলাম বলেন, তারা বলেছে বিরোধী দল নেই। আমরা তো তাদের প্রত্যাশিত বিরোধী দল হতে চাইনি। যে বিরোধী দল সংসদে মাত্র ১০ দিন থাকে সেই ধরনের বিরোধী দল আমরা হতে চাইনি। আমরা জানি কখন ওয়াক আউট করতে হয়। এরপরেই বিদ্যুৎ এর দাম বাড়ানোর প্রতিবাদে ওয়াক আউট করে বিরোধী দল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বলেছেন, আমরা মেনে নিয়েছি। কিন্তু শুধু আমাদের সাশ্রয়ী হলেই চলবে না। সরকারকেও সাশ্রয়ী হতে হবে। সরকার তেল ভিত্তিক পিকিং পাওয়ার প্লান্টের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাই বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধির অযুহাতে দাম বাড়ানো অযৌক্তিক। তাই সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদে আমরা সংসদ থেকে ওয়াক আউট করলাম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025