রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:২৮

মিঠা পানির মাছ চাষে শ্রীলঙ্কাকে সহযোগিতা দেবে বাংলাদেশ

মিঠা পানির মাছ চাষে শ্রীলঙ্কাকে সহযোগিতা দেবে বাংলাদেশ

শীর্ষবিন্দু নিউজ: মিঠা পানির মাছ চাষে শ্রীলঙ্কাকে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ সরকার। শ্রীলঙ্কায় মিঠা পানির মাছ চাষে দেশটির হাই-কমিশনার সারাত কে ভীরাগোদা বাংলাদেশের সহযোগিতা চাইলে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এ ব্যাপারে আশ্বস্ত করেন। মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাই-কমিশনার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

বাংলাদেশ থেকে ২০১৩ সালে শ্রীলঙ্কাকে চার হাজার কাতল মাছের পোনা দেওয়া হয়েছিল। এসব পোনা তিন বছরের মধ্যে পূর্ণাঙ্গ হবে বলে হাই-কমিশনারকে জানিয়েছেন মন্ত্রী। বিষয়টি জানিয়ে হাই-কমিশনারকে মন্ত্রী বলেছেন, মৎস্য জরিপ জাহাজটি দেশে আসার পরে গভীর সমুদ্রে মৎস্য জরিপের বিষয়ে শ্রীলঙ্কাকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে। সাক্ষাৎকালে মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ এবং ঢাকায় শ্রীলঙ্কার হাই-কমিশনের ফাস্ট সেক্রেটারি সিসাথ থামবাগালা উপস্থিত ছিলেন।

এছাড়া মিয়ানমারের সঙ্গে মামলায় জিতে বাংলাদেশের সমুদ্রসীমা বাড়ায় গভীর সমুদ্রে কী পরিমাণ মৎস্য সম্পদ রয়েছে তা জরিপে শ্রীলঙ্কাকে কারিগরি সহাযোগিতা দেওয়ার অনুরোধ জানান মন্ত্রী। এ বিষয়ে হাই-কমিশনার বলেছেন, আনুষ্ঠানিক প্রস্তাব পাঠালে শ্রীলঙ্কা বাংলাদেশকে এ বিষয়ে অবশ্যই সহযোগিতা করবে। ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সহায়তায় আগামী ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়া থেকে একটি মৎস্য জরিপ জাহাজ আনছে বাংলাদেশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025