শীর্ষবিন্দু নিউজ: ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের নতুন একটি কূপ থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। কয়েক দিন পরীক্ষামূলক উত্তোলন শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ২৭ নম্বর কূপের গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।
এ গ্যাসক্ষেত্রের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পনি লিমিটেডের কোম্পানি সচিব সঞ্জিব দেবনাথ জানান, প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে এ কূপের খনন কাজ গত সোমবার শেষ হয়। এরপর পরীক্ষামূলক উত্তোলন চলে। গ্যাস উন্নয়ন তহবিলের অর্থায়নে তিতাসের কূপটি খননের কাজ শুরু হয় গত বছরের ২০ নভেম্বর।