সন্দেহভাজন দুইজন মুসলিম ব্যাক্তিকে আটক করেছে হিথরো এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশ। এদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে এরা মুসলিম জঙ্গিবাদের সাথে জড়িত এবং উগ্রবাদী মদদ দাতা। লন্ডন মেট্রো পুলিশ তুরুস্কের নাগরিক দুইজনকে আটকের পর সেন্ট্রাল লন্ডনের পুলিশ স্টেশনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।
এদিকে, মুসলিম স্কলার্সরা বলছেন, এটা মুসলিম সমাজকে হেয় করা ছাড়া আর কিছু নয়। পশ্চিমারা চায় না মুসলিমরা তাদের বিস্তৃতি প্রসারিত করুক বিশ্বের বুকে।
উল্লেখ্য, বিট্রেন মুসলিম উগ্রবাদি নেতা আবু জামযাকে হস্তান্তর করেছে মার্কিনীদের কাছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের আদালতে আবু হামজাকে হাজির করা হলে আনিত সকল অভিযোগ মিথ্যা বলে অস্বিকার করেন তিনি।
Leave a Reply