শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: এক হাজার মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে চীনা কোম্পানি চায়না ন্যাশনাল কমপ্লিট প্ল্যান্ট ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট গ্রুপ লিমিটেড। এছাড়া কোম্পানিটি সার কারখানা তৈরিতেও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার বিকেলে পরিকল্পনা মন্ত্রণালয়ে কোম্পানিটির প্রসিডেন্ট গু হাইতো পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান।
বৈঠকে গু হাইতো বলেন, আমরা বিদ্যুৎ প্লান্ট ছাড়াও সার কারখানা তৈরিতে বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশের অর্থনীতিতে চীনা সরকার অবদান রাখতে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায়। এ সময় পরিকল্পনা মন্ত্রী বলেন, আমাদের কৃষিকে বাঁচাতে হলে সার প্রয়োজন। ঠিক একইভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি করতে হলে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। কাঁচামাল হিসেবে গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন অর্থনৈতিকভাবে খুব একটা লাভজনক নয়। তাই আমাদের কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের দিকে নজর দিতে হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, চীনা কোম্পানি বিদুৎ কেন্দ্রটির কাঁচামাল হিসেবে কয়লা ব্যবহার করবে। বিদ্যুৎ কেন্দ্রটি জিটুজি পদ্ধতিতে স্থাপিত হবে। এ সময় কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চীন সফরেরও আমন্ত্রণ জানান। কোম্পানিটি বর্তমানে শাহজালাল সার কারখানা তৈরির কাজ করছে। ফেঞ্চুগঞ্জ সার কারখানা এ কোম্পানিটি তৈরি করে। ১৯৫৯ সালে স্থাপিত এই প্রতিষ্ঠানটি বিশ্বের ১০০টি দেশে বৃহৎ শিল্প কারখানা নির্মাণসহ অন্যান্য ভৌত অবকাঠামোগত কাজ সম্পন্ন করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, কয়লা খনন, বিদ্যুৎ উৎপাদন, জাহাজ শিল্প, সার কারখানা তৈরি প্রভৃতি।