সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:৫৮

বোকো হারামের ওপর জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা

বোকো হারামের ওপর জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নাইজেরিয়ার কট্টরপন্থী সংগঠন বোকো হারামের ওপর কয়েকটি বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আরোপিত অবরোধের মধ্যে রয়েছে অস্ত্র, ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ বাজেয়াপ্তকরণ। একই সঙ্গে বিভিন্ন সূত্র থেকে অর্থায়নেও অবরোধ আরোপ করা হয়েছে। ২ শতাধিক স্কুল ছাত্রী অপহরণের ৫ সপ্তাহ পর এ কঠোর পদক্ষেপ নিয়েছে জাতিসংঘ।

ফলে সংগঠনটি বিশ্বের শীর্ষ জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত ও এর সহযোগী দলগুলোর কালো তালিকায় স্থান করে নিলো। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। নাইজেরিয়ার সরকারের বোকো হারামকে পরাজিত করা ও এর খুনি নেতৃত্বকে জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দূত সামান্থা পাওয়ার। নাইজেরিয়ার অনুরোধে গতকাল বোকো হারামকে আল কায়েদার স্যাঙ্কশন্স কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025