সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:০৬

পশ্চিম ইউরোপে সবচেয়ে ভারী ব্রিটিশ নারী

পশ্চিম ইউরোপে সবচেয়ে ভারী ব্রিটিশ নারী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পশ্চিমা চলচ্চিত্রগুলোতে অনেক স্লিম ও স্মার্ট নায়িকা দেখে অনেকে ভাবতে পারেন, পশ্চিমারা বুঝি স্বাস্থ্য সচেতন এবং সেখানকার তরুণী বা নারীরা আকর্ষণীয় রকমের স্লিম। কিন্তু গবেষণা প্রতিবেদন বলছে উল্টো কথা। পশ্চিম ইউরোপের ২২টি দেশের ওপর পরিচালিত গবেষণা শেষে প্রতিবেদনে বলা হয়, ইউরোপের দেশগুলোয় নারীরা মোটা ও স্থূলকায় বেশি। আর এদের মধ্যে ব্রিটিশ নারীরাই সবচেয়ে বেশি স্থূলকায়। ২০ বা তার কম বয়সী নারীরা এ তালিকায় এগিয়ে আছেন বলেও গবেষণা প্রতিবেদনে বলা হয়।

গবেষণায় বলা হয়, ২০ বছরের নিচে শতকরা ২৯ দশমিক ১ শতাংশ ব্রিটিশ নারীই স্থূল। এদের মধ্যে শতকরা ৮ শতাংশ স্থূলতার ক্লিনিক্যাল সংজ্ঞা বহন করে। শুধু টিনেজাররাই নয়, বয়স্ক ব্রিটিশ নারীরাও পিছিয়ে নেই এ তালিকায়। ৫৭ শতাংশ মোটা নারী নিয়ে ইউরোপের বয়স্ক স্থূলকায়দের মধ্যে তৃতীয় (আইসল্যান্ড ও মালাটা) শীর্ষ স্থানে আছেন ব্রিটিশ নারীরা।

এদিকে ২০১৩ সালের এক জরিপে দেখা যায়, শতকরা ৬৬ দশমিক ৬ শতাংশ ব্রিটিশ পুরুষ মোটা বা স্থুল। ইউরোপে স্থূলকায়দের মধ্যে তারা রয়েছেন পঞ্চম স্থানে। তবে, ২০ বছরের নিচে ২৬ শতাংশ স্থুলতা নিয়ে ১০ম স্থানে অবস্থান করছেন ব্রিটিশ পুরুষরা। যুক্তরাজ্যভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভাল্যুয়েশন এ তথ্য প্রকাশ করে। উন্নত দেশগুলোতে স্থূলকায় শিশুর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025