সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:৩৫

সিলেটের চৌকিদেখিতে পুলিশ-কাউন্সিলর শামীম সমর্থকদের সংঘর্ষ

সিলেটের চৌকিদেখিতে পুলিশ-কাউন্সিলর শামীম সমর্থকদের সংঘর্ষ

শীর্ষবিন্দু নিউজ: সিলেট নগরীর চৌকিদেখিতে পুলিশের সঙ্ঘে কাউন্সিলর ফরহাদ শামীম সমর্থকদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এলাকায় মিছিল-সমাবেশ ও রাস্তায় ব্যরিকেড দেওয়া নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মিডিয়া উইং প্রধান রহমত উল্লাহ। এঘটনায় ৬/৭জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সিলেটের ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের উপর থেকে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মিছিল পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে। আটককৃতরা হলেন, কাউন্সিলর শামীমের বড় ভাই শুয়েব চৌধুরী, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন ও  ছাত্রদল নেতা আম্বিয়া আহমদ। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

মিডিয়া উইং প্রধান রহমত উল্লাহ জানানন, মেট্রোপলিটন এলাকায় মিছিল-সমাবেশ করতে হলে কমিশনারের পূর্বানুমতি নিতে হয়। কিন্তু সেটি তারা করেনি। উল্টো রাস্তায় র‌্যারিকেড দিয়ে জনদুর্ভোগ তৈরি করে। এ সময় পুলিশ তাদের বিরত রাখার চেষ্টা করলে তারা ইটপাটকেল ছোড়ে। এসময় ৬/৭জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক মামলা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025