শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পৃথিবীতে সবচেয়ে সুখী হচ্ছেন সুইজারল্যান্ডের মানুষরা। নাগরিকদের আয়, শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদার সূচকে দেখা যায়, এ দেশটির নাগরিকরা সবচেয়ে ভাল ও স্থায়িত্বশীল জীবন-যাপন করে থাকেন।
বেসরকারি গবেষণা সংস্থা অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) ৩৪টি দেশের বার্ষিক প্রবৃদ্ধিকে আমলে নিয়ে তার সঙ্গে নাগরিক জীবন-যাপনের নানা সূচকের হিসাবে বিশ্বের সবচেয়ে বেশি সুখী ১১টি দেশের তালিকা প্রকাশ করেছে।
তালিকায় সুইজারল্যান্ডের পরেই রয়েছে নিশীথ সূর্যের দেশ নরওয়ে, পশ্চিমা বিশ্বের দেশ কানাডা রয়েছে তৃতীয় স্থানে। যদিও এই ১১টি দেশের বাইরে ব্রাজিল ও রাশিয়া মানুষরাও উন্নত জীবন-যাপন করে বলে গবেষণায় বেরিয়ে এসেছে।
গবেষণা বলছে, ডেনমার্কের মানুষ নিজেদেরকে পৃথিবীতে সুখী মানুষের তালিকায় চার নম্বরে রেখেছেন। ইউরোপের দেশ অস্ট্রিয়া দখল করে নিয়ে পৃথিবীর পঞ্চম সুখী দেশের স্থানটি।
আইসল্যান্ডের নাগরিকরা নিজেদের পৃথিবীর ৬ নম্বর সুখী দেশের তালিকায় রেখেছেন। তালিকায় ৭ নম্বরে রয়েছে মহাদেশ অস্ট্রেলিয়া।
‘বরফের’ দেশ ফিনল্যান্ডের রয়েছে তালিকায় ৮ নম্বরে। এখানকার ৬৯ ভাগ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা ভোগ করে থাকে। মেক্সিকোর নাগরিকরা তাদের জীবন-যাপনের সূচকে পৃথিবীতে ৯ নম্বর সুখী মানুষের তালিকায় আছে। এদেশের মানুষের গড় আয় বিশ্বে দ্বিতীয়।
নেদারল্যান্ড আছে ১০ নম্বরে। জীবন-যাপনের ক্ষেত্রে তাদের স্কোর ৭ দশমিক ৪। জীবন যাপনের ব্যয়ে দেশটি পৃথিবীর ১১ ৩ম। ১১ নম্বরে থাকা দেশ সুইডেন। এখানকা ৮০ ভাগ মানুষ ভাল স্বাস্থ্য সেবা ভোগ করে থাকে। এখানকার মানুষ নির্দিষ্ট সময় কাজ করে ভাল উপার্জন করে থাকে।