সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:২৪

কৃষিতে ১৬ সহস্রাধিক কৃষক প্রণোদনা পাচ্ছেন সিলেটে

কৃষিতে ১৬ সহস্রাধিক কৃষক প্রণোদনা পাচ্ছেন সিলেটে

শীর্ষবিন্দু নিউজ: প্রান্তিক পর্যায়ের চাষিদের চাষাবাদে উৎসাহিত করতে এবারও সিলেটে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে। খাদ্য ঘাটতিপূরণে রোপা-আমন ও নেরিকা জাতের ধান চাষে বিভাগের ১৬ হাজার ৮০৫ জন কৃষকের মধ্যে প্রণোদনা হিসেবে উফশী আউশ বীজ, রাসায়নিক সার ও নগদ টাকা তুলে দেওয়া হবে। রোববার প্রণোদনার টাকা সংশ্লিষ্ট উপজেলায় পৌঁছানো হবে বলে সূত্র জানিয়েছে।

সিলেটের সহকারী কৃষি কর্মকর্তা আজিজ আহমদ জানান, রোববার থেকে প্রান্তিক পর্যায়ের কৃষকদের প্রণোদনার টাকা সংশ্লিষ্ট উপজেলা পাঠানো হবে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে তা বিতরণ করবেন। তিনি জানান, এবার বিঘা প্রতি একজন কৃষক ১০ কেজি নেরিকা জাতের বীজ ও ১০ কেজি এমওপি সার এবং উচ্চফলনশীল উফশী জাতের জন্য বিঘা প্রতি ২০কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন।

সিলেট বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, নেরিকা জাতের ফলনে সিলেট জেলায় ১ হাজার ৭৭০ জন, সুনামগঞ্জ জেলায় ৯৭০ ও হবিগঞ্জে ১হাজার ২১০ জন কৃষক রয়েছেন। অন্যদিকে উফশী জাতের ফলনে সুনামগঞ্জে ৪ হাজার ১৭৫ জন ও হবিগঞ্জে ৮ হাজার ৬৮০জন ক্ষতিগ্রস্থ কৃষককে এই প্রণোদনা প্যাকেজের আওতায় আনা হয়েছে।

সিলেট কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, সরকার খাদ্য ঘাটতি পূরণে কৃষকদের চাষাবাদে উৎসাহিত করে যাচ্ছে। প্রতিবারের মতো এবারো প্রনোদনা হিসেবে উন্নতজাতের বীজ ও সার দেওয়া হচ্ছে। বোরো চাষে ক্ষতিগ্রস্ত হওয়ায় সিলেটের ৫টি উপজেলার (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, বিশ্বনাথ ও গোয়াইনঘাট) প্রান্তিক পর্যায়ের কৃষকদেরও প্রণোদনা দেওয়া হচ্ছে বলে  তিনি জানান। 

সূত্র জানায়, এ বছরে বিভাগের ৩টি জেলায় ১ লাখ ২৫ হাজার হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (উফশী) ও স্থানীয় জাতের আউশ চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। এরমধ্যে ১ লাখ ১৭ হাজার আবাদযোগ্য জমির জন্য কৃষকদের প্রণোদনা দেওয়া হচ্ছে। এতে সরকারের ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৫৬৩ টাকা ব্যয় হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025