মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৩২

বাংলাদেশ নিয়ে অনলাইনে জয়ের বই

বাংলাদেশ নিয়ে অনলাইনে জয়ের বই

নিউজ ডেস্ক: বাংলাদেশের রাজনীতি নিয়ে সজীব ওয়াজেদ জয়ের ফেইসবুক স্ট্যাটাসের সংকলন বাংলাদেশ নিয়ে বইটি এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। সোমবার দুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে নিজের ভক্তদের এই বই পাওয়ার এ সহজ উপায় বাতলে দেন জয়।

নিজের স্ট্যাটাসে জয় লেখেন, আমার বাংলাদেশ নিয়ে বইটি এখন অনলাইনে পাওয়া যাচ্ছে । যারা সংগ্রহ করতে আগ্রহী তারা নিচের লিংক থেকে অর্ডার করতে পারেন : http://rokomari.com/book/79827

প্রসঙ্গত, সজীব ওয়াজেদের জন্ম ১৯৭১ সালের ২৭ জুলাই। তথ্য প্রযুক্তিবিদ সজীব বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক প্রচারে সক্রিয় রয়েছেন গত বেশ কিছুদিন। তার মা শেখ হাসিনা তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে রাজনীতিতে সক্রিয় হন। নতুন প্রজন্মের রাজনীতিবিদ সজীব ওয়াজেদ যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দ্রুত পৌঁছে গিয়েছেন তৃণমূলে। এ যোগাযোগ একমুখী হলেও এতে করে রাজনীতি বিমুখ তরুণ প্রজন্ম তাকে কাছ থেকে জানার সুযোগ পেয়েছে।

সজীব ওয়াজেদ তার প্রাত্যহিক ভাবনাগুলো তুলে ধরেছেন জনপ্রিয় প্লাটফর্ম ফেইসবুকের মাধ্যমে। তথ্য প্রযুক্তির বাইরে থাকা এক বিশাল জনগোষ্ঠিকে এই ছাপার অক্ষরগুলোই জানাতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনাড়ম্বর পরিবারটির ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতির কথা। একই মোড়কে সম্পূর্ণ বাংলা ও ইংরেজি অনুবাদে ছাপা বইটি প্রকাশনা জগতে এক নতুন মাত্রার উন্মেষ ঘটিয়েছে। ঘটমান বর্তমান সময়ে সজীব ওয়াজেদের ফেইসবুকে প্রকাশিত ভাবনার এ সংকলন বাংলাদেশ নিয়ে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025