প্রযুক্তি আকাশ ডেস্ক: দক্ষিণ কোরিয়ান ইলেক্ট্রনিক্স সম্রাট জায়ান্ট স্যামসাং-এর সর্বাধুনিক স্মার্টফোন গ্যালাক্সি এস ফোর খুব শীঘ্রই বাজারে আসছে । প্রথম মাসেই প্রায় এক কোটি স্মার্টফোন বাজারে ছাড়া হতে পারে বলে জানিয়েছে মোবাইল প্রযুক্তিবিষয়ক সাইট জিএসএমএরিনা। যদিও প্রতিষ্ঠানটি কোরিয়ার অস্থিতিশীল পরিস্থিতির কারণে চীন এবং ভিয়েতনাম থেকে তাদের উৎপাদনস্থল সরিয়ে নেওয়ার কথা ভাবছে।
গ্যালাক্সি এস ফোর যে বিপুল সংখ্যক সরবরাহ শুরু করছে, তাতে সৃষ্টি হতে পারে নতুন রেকর্ড। সাপ্লাই চেইনের হিসাব অনুযায়ী ২০১৩ সালের দ্বিতীয় প্রান্তিকে এসফোর স্মার্টফোনটির সরবরাহ দাঁড়াতে পারে প্রায় তিন কোটিতে। এপ্রিলের শেষের দিকে গ্যালাক্সি এস ফোর স্মার্টফোনটি বিশ্বের ৫০টি দেশে পাওয়া যাবে। এর আগে প্রথম মাসেই এত বেশি সরবরাহের সিদ্ধান্ত নেয়নি অন্য কোনো স্মার্টফোন নির্মাতা। অন্যান্য প্রচলিত স্মার্টফোনের তুলনায় এস ফোর স্মার্টফোনটির চাহিদা অপেক্ষমান গ্রাহকদের কাছে বেশি।
Leave a Reply