শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইরাকে আটকে পড়া ত্রিশ বাংলাদেশি মঙ্গলবার দেশে ফিরে এসেছেন। ইরাকের ইরবিল নগরী থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে ওই ত্রিশ বাংলাদেশি মঙ্গলবার রাত নয়টায় শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন।
ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই প্রত্যাবাসনের পরে ইরাকের মসুল ও তিকরিতে আর কোন বাংলাদেশি নেই। ইরাকে চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে এ সব বাংলাদেশি মসুল ও তিকরিত শহরে অসহায় অবস্থায় বাংলাদেশে ফেরার অপেক্ষায় ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের ইরবিল বিমানবন্দরে নিরাপদ অবস্থান, থাকা-খাওয়া ও বিমানভাড়াসহ বাংলাদেশে প্রত্যাবাসনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে।