আন্তর্জাতিক ডেস্ক: মাতালদের কাণ্ড-কীর্তির কী আর শেষ আছে। তাই বলে বাথরুম ভেবে প্লেনের দরজা খোলা! তবে শুনুন একটি ‘ভয়ংকর’ মজার ঘটনা। রায়ানএয়ার উড়োজাহাজটি যাচ্ছিল ডাবলিনের উদ্দেশ্যে। যাত্রী টমাস মুচা ভদকা আর বিয়ার খেয়ে ততক্ষণে স্বাভাবিক অবস্থায় নেই। এ অবস্থায় টমাস বাথরুমের দরজা ভেবে প্লেনের দরজাটাই খুলে ফেললেন!
যাত্রীরা তখন বিস্ময়ে হতবাক। ডাবলিন ডিস্ট্রিক্ট কোর্ট জানান, মাতাল অবস্থায় মুচা বোয়িং ৭৩৭ এর পেছনের দরজা খোলার চেষ্টা করছিলেন। কিন্তু বাতাসের প্রচণ্ড চাপে ব্যর্থ হয় তার চেষ্টা। রায়ানএয়ারের কেবিন ক্র্যু’রা দ্রুত মুচাকে তার আসনে ফিরিয়ে আনেন। পরে উড়োজাহাজটি আয়ারল্যান্ড পৌঁছালে তাকে গ্রেফতার করা হয়। গত ১১ জুলাই কারকো থেকে যাত্রা শুরু করেন মুচা। তার এই পাগলামির জন্য তাকে বাংলাদেশি টাকায় ২১ হাজার টাকা জরিমানা করে কোর্ট।
গার্ডা শন কাফ্রে কোর্টকে জানান, তিনি মুচাকে গ্রেফতার করেন। তবে এ সময় মুসা কোনো সহিংস কাণ্ড ঘটাননি। তোমার কোনো ধারণা আছে কত বড় বিপদ ঘটতে পারত! জাজ জেমস ফঘনানের এমন প্রশ্নের উত্তরে মুচা শুধু বলেন, হ্যাঁ। খবর আইরিশ মিরর।