মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৪৮

রণবীরের নায়িকা আলিয়া

রণবীরের নায়িকা আলিয়া

বিনোদন ডেস্ক: করণ জোহরের হাত ধরেই স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির মাধ্যমে বলিউডে এসেছেন আলিয়া ভাট। তারপর থেকেই করণের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনের প্রিয় হয়ে গেছেন তিনি। এরই সুবাদে ‘টু স্টেটস’ ও হাম্পটি শর্মা কি দুলহানিয়া ছবিতে কাজ করেছেন ২১ বছর বয়সী এই অভিনেত্রী।

আবার করণের ছবিতে কাজ করতে যাচ্ছেন আলিয়া। এবার তার সহশিল্পী রণবীর কাপুর। এবারই প্রথম ৩২ বছর বয়সী রণবীরের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন মহেশ ভাটের এই মেয়ে। ২২ জুলাই টুইটারে এক বার্তায় করণ জোহর জানান, ধর্মা প্রোডাকশনের আগামী ছবিতে (নাম চূড়ান্ত হয়নি) যুক্ত হয়েছেন রণবীর ও আলিয়া। এটি পরিচালনা করবেন অয়ন মুখার্জি। আগামী বছরের মাঝামাঝি শুরু হবে এর দৃশ্যায়ন। আর মুক্তি পাবেন ২০১৬ সালের ২৩ ডিসেম্বর।

অয়ন এর আগে করণ জোহরের প্রযোজনায় ওয়েক আপ সিড ও ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ছবি দুটি পরিচালনা করে সাফল্য পেয়েছেন। আলিয়ার হাইওয়ে ছবির প্রচারে অংশ নিয়েছিলেন রণবীর। কারণ এ ছবির পরিচালক ইমতিয়াজ আলির রকস্টার-এ অভিনয় করেছিলেন তিনি। এখন ইমতিয়াজের পরিচালনায় তামাশা ছবিতে কাজ করছেন রণবীর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025