শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গত শুক্রবার জুমার নামাজের সময় স্যুইজারল্যান্ডের সেন্ট গ্যালনের আল-হিজাব মসজিদে ডুকে এক আততায়ী পিস্তল দিয়ে গুলি করে একজনকে হত্যা করে। এসময় প্রায় কানায় কানায় ভর্তি ছিল মসজিদ। সাথে সাথে আতংক ছড়িয়ে পড়ে চারদিকে। সাথে সাথে পুলিশ কল করা হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্যে। আর আগন্তুক হত্যাকারীকে পিস্তল সহ গ্রেপ্তার করে নিয়ে যায়।
জানা যায়, মুসল্লিরা তখনো কেউ কেউ আসছেন। জুমাআর জামাতে শরিক হওয়ার জন্য। ইমাম সাহেব যথারীতি খুতবা শুরু করে দিয়েছেন। এসময় মসজিদের মূল প্রেয়ার রুমে প্রায় তিনশতেরও উপরে মুসল্লি। এমনি সময়ে একজন লোক মসজিদে ঢুকে সাথে থাকা পিস্তল দিয়ে গুলি করে একজনকে হত্যা করে। উপস্থিত মুসল্লিদের মধ্যে কোলাহল আর চিৎকার চেঁচামেচিতে কেউ কোন কিছু বুঝার আগেই লোকটি মুসল্লি একজনকে হত্যা করে বসে।
ধারণা করা হচ্ছে হেট ক্রাইম থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে। আবার কমিউনিটির কেউ কেউ পারিবারিক কোন কোন্দলও থাকতে পারে বলে বলাবলি করছেন। পুলিশ সবকটা মোটিভ নিয়ে অগ্রসর হচ্ছে। মসজিদের ভিতরে ঢুকে গুলি করে মুসল্লি হত্যার পর থেকে কমিউনিটির মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। পুলিশী টহল জোরদার করা হয়েছে। সেন্ট গ্যালন আল-হিজাব মসজিদ মূলত আলবেনিয়ান কমিউনিটির ৩৫০ জন রেজিস্টার্ড সদস্যদের দ্বারা এবাদত বন্দেগি নির্বিঘ্নে করে আসছিলেন। এর আগে এরকম অভিনব আক্রমণ কখনো ঐ মসজিদে হওয়ার রেকর্ড নেই।