শনিবার, ১৪ জুন ২০২৫, ১২:৩৪

পশ্চিম আফ্রিকার লেসেথোর প্রধানমন্ত্রীর পলায়ন

পশ্চিম আফ্রিকার লেসেথোর প্রধানমন্ত্রীর পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ লেসেথোর প্রধানমন্ত্রী থমাস থাবানে দক্ষিণ আফ্রিকাতে পালিয়ে গেছেন। এর আগে লেসেথোর সেনাবাহিনী ক্যু’র উদ্দেশে দেশটির পুলিশ সদরদপ্তর দখলে নেয়।

ভৌগোলিকভাবে স্থলবেষ্টিত লেসেথোর চারপাশে দক্ষিণ আফ্রিকা। কিন্তু কোয়ালিশন সরকারের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তিনি গত জুনে দেশটির পার্লামেন্ট স্থগিত করেছেন। ১৯৬৬ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর লেসেথোয় বেশ কয়েকবার সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, সেনা অভ্যুত্থানের ভয়ে তিনি দেশত্যাগ করেছেন। তিনি নিজের জীবন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, মাসেরুতে বন্দুক যুদ্ধ হয়েছে এবং সেখানে বর্তমানে রেডিও ও টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ২০১২ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয় লাভের করার পর থমাস থাবানে লেসেথোর জোট সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। লেসেথোর ক্রীড়ামন্ত্রী থেসেলে মেসেরিবেইন শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, সেনাবাহিনী দেশটির সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে রেখেছে।

সংবাদসংস্থা বিবিসির কাছে থমাস থাবানে বলেন, তিনি তখনই নিজ দেশে ফিরে যাবেন যখন নিশ্চিত হবেন তার মৃত্যুর ভয় নেই। এদিকে সেনাবাহিনী সরকারি স্থাপনা দখলের পর রাজধানী মাসেরুতে এখন শান্তিবস্থা বিরাজ করছে। তবে দেশটির সেনাবাহিনী অভ্যুত্থানের অভিযোগ অস্বীকার করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025