স্বদেশ জুড়ে: ঢাকা সফররত জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে জাতীয় পার্টির নেতা বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার সোনারগাঁও হোটেলে এ বৈঠকে জাতীয় পার্টির পক্ষে বৈঠকে অংশ নেন পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদারও প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ ও মজিবুল হক চুন্নু।
বৈঠকে জাতীয় পার্টির নেতারা জাতিসংঘ প্রতিনিধি দলকে অবহিত করে বলেন, দুই দলের সদিচ্ছা থাকলে চলমান রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব। দেশের সংকট সমাধানে আলোচনার জন্য জাতীয়পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ইতোমধ্যে বড় দুই দলের নেত্রীকে চিঠি দিলেও তাদের মধ্যে সংলাপের কোন পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। দেশের জনগণের দাবীর মুখে তারা দুই নেত্রী একে অপরকে শুধু আহবানই জানিয়ে যাচ্ছেন। তবে সংলাপের কোন উদ্যেগ নেই। রাজনৈতিক বিরোধ থেকে মূলত এই রাজনৈতিক সংঘাত, সংঘর্ষ, হিংসা, প্রতিহিংসা, জিঘাংসা দিন দিন বাড়ছে। এর সমাধান করতে সংলাপ জরুরি বলেও জাতীয় পার্টি বৈঠকে মত দিয়েছে বলে জানিয়েছেন।
বৈঠকের শুরুতে তারানকো বাংলাদেশে চলমান অস্থিরতার ব্যপারে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগের কথা তুলে ধরেন। এই অবস্থায় কিভাবে সংলাপ সম্ভব সে বিষয়ে জানতে চান। এবং তাদের প্রত্যাশা খুবই শিঘ্যই এর আশু সমাধান আসবে বলেও তারা জানান।
Leave a Reply