শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৩

কমলাপুরে কাভার্ড ভ্যান- ট্রেন ‍র্দুঘটনায় নিহত ৬ জন

কমলাপুরে কাভার্ড ভ্যান- ট্রেন ‍র্দুঘটনায় নিহত ৬ জন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রাজধানীর কমলাপুর রেলস্টেশনের কাছে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন আজ সোমবার বেলা দেড়টার দিকে কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়েছে। এই দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বেলা পৌনে দুইটার দিকে কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানিয়েছিলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। তবে তাঁদের নাম জানা যায়নি। দুর্ঘটনার খবর শোনে রেলপথ মন্ত্রী মুজিবুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঢাকা মেডিকেল থেকে আমাদের প্রতিবেদক জানিয়েছেন, সেখানে ১১জনকে আহত অবস্থায় নেয়া হয়। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এদিকে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে।

আর বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে নেওয়ার পর চারজনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের নাম মজিবুর রহমান ও আলমগীর হোসেন। রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের আইসিডি টার্মিনাল থেকে কাভার্ড ভ্যানটি আরেকটি টার্মিনালে যাচ্ছিল। এই দুটি টার্মিনালের মধ্যে রেলপথ আছে। একটি টার্মিনাল থেকে অন্যটিতে যেতে হলে এই পথ পাড়ি দিতে হয়।

ফারুক হোসেনের ভাষ্য, আজ বেলা দেড়টার দিকে কাভার্ড ভ্যানটি যখন একটি টার্মিনাল থেকে আরেকটি টার্মিনালে যেতে রেললাইন পার হচ্ছিল, তখন ওই রেলপথে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন চলে আসে। ট্রেনটি কাভার্ড ভ্যানের সামনের অংশটিকে জোরে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানের দুমড়ানো-মোচড়ানো অংশকে ছেঁচড়ে প্রায় ৫০ ফুট দূরে নিয়ে যায় ট্রেনটি। এ পথে থাকা গেট ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে ওই দুমড়ানো-মোচড়ানো অংশটি ভারী কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে আবার রেললাইনে এসে পড়ে। রেললাইনের ভেতরে ওই অংশ ঢুকে পড়লে ট্রেনের শেষ দিকের বগি লাইনচ্যুত হয়ে কাত হয়ে পড়ে। এতে বগিটি ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার ফলে ওই রেললাইনের পাশাপাশি আরেকটি রেললাইনও ক্ষতিগ্রস্ত হয়। আইসিডি পরিদর্শক ফজলুল হক চৌধুরী জানান, এখানে ট্রেন চলাচলের সময় ঘণ্টা বাজানো হয়। একটি লাল বাতিও জ্বলে। এর পাশাপাশি আনসারের দুজন সদস্য টার্মিনালের গেটে দায়িত্বে থেকে কাভার্ড ভ্যানের চলাচল নিয়ন্ত্রণ করেন। তাঁর দাবি, ঘটনার আগে হান্নান ও মিজান নামের আনসারের দুজন সদস্য কাভার্ড ভ্যানটির চালককে থামানোর সংকেত দেন। কিন্তু চালক তা অমান্য করেন এবং গাড়িটি থামাননি। দুর্ঘটনায় আনসারের দুই সদস্য আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলামকে। তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024