রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪৫

বছরজুড়ে ভাঙা গড়ার খেলায় ছোট দলগুলো

বছরজুড়ে ভাঙা গড়ার খেলায় ছোট দলগুলো

কাজী সুমন: বছরজুড়েই আলোচনায় ছিল ছোট রাজনৈতিক দলগুলো। সন্দেহ আর অবিশ্বাসের দোলাচলে ভাঙা-গড়ার খেলায় মেতেছিল রাজনৈতিক সুবিধাভোগী এ সব দল। কেউ আলোচনায় ছিলেন নতুন রাজনৈতিক দল গড়ে, কেউ বা ছিলেন নতুন রাজনৈতিক জোট গড়ে। বহিষ্কার-পাল্টা বাহিষ্কারের খেলাও চলেছে সমানতালে।

অনেকে আবার নতুন রাজনৈতিক জোট গড়ার ঘোষণা দিয়েই ছিলেন আলোচনায়। হাঁক-ডাক দিলেও রাজপথে তাদের দৃশ্যমান কোন রাজনৈতিক কার্যক্রম দেখা যায়নি। মতের মিল না হওয়ায় শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ ছিল তাদের কর্মকা-। একতরফা ওই নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের রহস্যজনক আচরণের কারণে দল থেকে বেরিয়ে আসেন প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ। ২৫শে জানুয়ারি তিনি বেশ কয়েকজন সিনিয়র নেতাকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন ১৮ দলীয় জোটে।

এতে বিএনপি নেতৃত্বাধীন জোট রূপান্তরিত হয় ১৯ দলে। ওদিকে অস্থিরতা ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে। ভাঙন দেখা দেয় মহাজোটের শরিক সাম্যবাদী দলে। দলটির সভাপতি দিলীপ বড়–য়ার সঙ্গে বনিবনা না হওয়ায় বের হয়ে আসেন সাধারণ সম্পাদক সাঈদ আহমেদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী।

গত ২৮শে জুন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে ১৯ দলে যোগ দেন তারা। এতে ১৯ দল রূপান্তরিত হয় ২০ দলে। ওদিকে গত ১৭ই জুলাই বিএনপি নেতৃত্বাধীন জোটে থাকাবস্থায় গণভবনে প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে যোগ দিয়ে রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু। ১৮ই জুলাই দলীয় ফোরামে সভাপতির কাছে এর ব্যাখ্যা চান এনপিপির মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদসহ দলের সিনিয়র নেতারা।

কিন্তু গণভবনের ওই ইফতার পার্টিতে অংশ নেয়ার বিষয়ে সদুত্তর না দিয়ে উল্টো মহাসচিবকে বহিষ্কার করেন নিলু। এরপর ২০শে জুলাই দলের প্রেসিডিয়ামে বৈঠকে শৃঙ্খলা বিরোধী কাজ করায় নিলুকে বহিষ্কার করে এনপিপির চেয়ারম্যান হিসেবে ফরহাদকে নিযুক্ত করা হয়। এদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে নতুন জোট গড়ার তৎপরতা শুরু করেন নিলু। লোভনীয় টোপ দেন ২০ দলীয় জোটের ছোট দলগুলোর সিনিয়র নেতাদের। এক পর্যায়ে তিনি সফলও হন।

বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক কয়েকটি দলের অনু-পরমাণুকে বাগে নিয়ে আসেন। নিলুর টোপ পেয়ে জোট ছাড়ার ঘোষণা দেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র মহাসচিব আলমগীর মজুমদার। এরপর ২৫শে সেপ্টেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ১০টি ছোট দলের ভগ্নাংশ নিয়ে নতুন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)-এর ঘোষণা দেন নিলু।

এদিকে ২৯শে আগস্ট তৃতীয় রাজনৈতিক জোট গড়ার ডাক দিয়ে নতুন আলোচনার জন্ম দেন গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। ওইদিন ১১ দফা প্রস্তাব উত্থাপন করে গণতন্ত্র ও দেশ বাঁচাতে দেশবাসীকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এরপর তৃতীয় রাজনৈতিক জোট গঠনের প্রাথমিক প্রক্রিয়া নিয়ে গত ৩রা সেপ্টেম্বর ড. কামাল হোসেনের মতিঝিলের কার্যালয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠকে ড. কামাল হোসেনের গণফোরাম, মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে সিপিবি, আ স ম আবদুর রবের নেতৃত্বে জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে নাগরিক ঐক্য, খালেকুজ্জামানের নেতৃত্বে বাসদ ওই জোটে যোগ দেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। বছরের শেষ দিকে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়ে ফের আলোচনায় আসেন ব্যারিস্টার নাজমুল হুদা।

দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকার পর গত ২৯শে নভেম্বর নতুন দলের ঘোষণা দেন বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা। বিএনপির সঙ্গে মিল রেখে দলের নাম দেন জাতীয়তাবাদী মানবাধিকার পার্টি (বিএমপি)। এর আগে তিনি ৫ই জানুয়ারির নির্বাচনকে টার্গেট করে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট নামে আরেক নতুন দল গঠন করেছিলেন। পরে ওই দলের কর্তৃত্ব হারিয়ে বিএমপি গঠন করেন। তবে ঘোষণা করলেও রাজপথে কোন রাজনৈতিক কার্যক্রম দেখা যায়নি।

এর আগে ২০১৩ সালের ২৫শে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানিকভাবে প্রধান দুই জোটের বাইরে বিকল্প রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর আত্মপ্রকাশ ঘটে। সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা, আসম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগকে নিয়ে এনডিএফ গঠন করা হয়। ওই জোটের কার্যক্রম বেশি দূর এগোয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025