ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের সরে আসার প্রচেষ্টার প্রতি সমর্থন দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড। এর আগে শিক্ষামন্ত্রী মাইকেল গ্রোভ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের যে অবস্থান তাতে তিনি সন্তুষ্ট নন। এর জন্য সঠিক পথ খুজে নিতে হবে ব্রিটেনকেই। আর তাই এ নিয়ে মাইকেলের পর ব্রিটিশ মন্ত্রিসভার দ্বিতীয় কোনো সদস্য এ প্রচেষ্টার প্রতি সমর্থন দিলেন।
ব্রিটিশ সরকারের অনেকেই বলে আসছেন- ইউরোজোন থেকে বের হয়ে আসতে পারলে তাদের জন্য ভালো হবে এবং ইউরোপীয় ইউনিয়নের বেড়ি থেকে বের হয়ে গেলে লন্ডনের জন্য অর্থনৈতিকভাবে লাভ হবে।
বিবিসি রেডিও’র সঙ্গে এক সাক্ষাতকারে হ্যামন্ড বলেন, আমাকে যদি আজকের ইউরোপীয় ইউনিয়ন এবং আগের অবস্থার মধ্য থেকে একটিকে বেছে নিতে বলা হয় তাহলে শিক্ষামন্ত্রী মাইকেল গ্রোভ যা বলেছেন তার প্রতিই সমর্থন দেব।
চলতি বছরের শুরুতেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ২০১৫ সালের নির্বাচনে যদি তিনি আবার নির্বাচিত হন তাহলে ২০১৮ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার প্রশ্নে তিনি গণভোট দেবেন।
Leave a Reply