রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫১

কার্যালয় থেকে বের হতে দেয়া হয়নি খালেদাকে: পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অবরোধ

কার্যালয় থেকে বের হতে দেয়া হয়নি খালেদাকে: পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অবরোধ

শীর্ষবিন্দু নিউজ: কার্যালয় থেকে বের হতে দেয়া হয়নি খালেদা জিয়াকে। দুদিন নিজের কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর বেরিয়ে আসার জন্য গাড়িতে উঠলেও পুলিশ বাইরে থেকে তালা দিয়ে রাখায় ফটকের ভেতরে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

খালেদা বলেন, আমরা চেয়েছিলাম একটা সমাবেশ করব। সরকার আমাদের সমাবেশ করতে দিল না। সমাবেশ করতে না দেওয়ার কারণটি কী? তিনি বলেন, আজ আমাদের কালো পতাকা কর্মসূচি ছিল। সমাবেশ করতে দেওয়া হয় নাই। এ জন্য পরবর্তী কর্মসূচি না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। এরপর সমাবেশের কর্মসূচি দেওয়া হবে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদার কার্যালয়ে কর্মীদের ওপর পিপার স্প্রে

প্রায় এক বছরের বেশি সময় পর পিপার স্প্রে ব্যবহার করা হয়েছে। বিএনপি’র চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ পেপার প্রে ব্যবহার করা হয়। বেলা পৌনে চারটার দিকে খালেদা জিয়া গাড়িতে উঠেন কার্যালয় থেকে বের হওয়ার জন্য। কার্যালয়ের প্রধান ফটকে পুলিশ তালা দিয়ে আটকে রাখা হয়। ফলে খালেদা জিয়া গাড়িতে বসেই অপেক্ষা করছিলেন।

এসময় দলের কর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ফটক খোলার চেষ্টা করেন। নেতাকর্মীদের বেশিরভাগই ছিলেন মহিলা দলের। পুলিশ এক পর্যায়ে তাদের উদ্দেশে পিপার স্প্রে ছুড়ে। এতে সেখানে উপস্থিত নেতাকর্মী ও কর্মীরা দুঃসহ অবস্থায় পড়েন। এটি ব্যবহার করা হলে সাময়িকভাবে চোখ খোলা যায় না। চোখ ফুলে যায়। কাশি হয়। শ্বাস- প্রশ্বাসে সমস্যা হয়। এর স্থায়িত্ব ১৫ থেকে ২০ মিনিট থাকে। সর্বোচ্চ ৪০ মিনিটি পর্যন্ত থাকতে পারে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025