রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৪৪

অবরোধের মধ্যেই ইজতেমা শুরু কাল: ভোগান্তিতে মুসল্লিরা সমাগম কম

অবরোধের মধ্যেই ইজতেমা শুরু কাল: ভোগান্তিতে মুসল্লিরা সমাগম কম

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ তাবলীগ জামায়াত আয়োজিত এবারের বিশ্ব ইজমোর প্রথম পর্ব শুরু হবে আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর। তাবলীগ জামায়াতের দেশ-বিদেশী মুসল্লিরা দলে দলে ময়দানে আসছেন। টানা অবরোধের কারণে পথে পথে ভোগান্তি নিয়ে ইজতেমা ময়দানে আসছেন দেশ-বিদেশী মুসল্লিগণ। আর সে কারণে অন্য বছরের তুলনায় এখনো পর্যন্ত মুসল্লিদের সমাগম অনেক কম হয়েছে।

ইজতেমার জন্য মাঠ এখন পুরোপুরি প্রস্তুত। আগামীকাল ইজতেমা শুরুর কথা থাকলেও তাবলীগের রেওয়াজ অনুযায়ী আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তিন দিন ধরে সুশৃঙ্খল ভাবে অবস্থান, ইবাদত বন্দেগির নিয়ম-কানুন ও করণীয় নিয়ে বয়ান শুরু হয়েছে। আগামী তিন দিন ধরে ইজতেমায় ইমান, আমল, আখলাখসহ তাবলীগের ৬ উসুল বা মূলনীতির ওপর বয়ান করবেন তাদের শীর্ষ মুরব্বিগণ।

ফজরের নামাজের পর ইজতেমার মিম্বর থেকে আম বয়ান করেন দিল্লীর মাওলানা ফারুক আহমেদ। সাথে সাথেই বাংলা ভাষায় তা তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। গোটা ইজতেমা এলাকায় নিরাপত্তার জন্য নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা।

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025