শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:১৫

খালেদা জিয়ার গুলশান কার্যালয়: তালা দিয়ে আবার খুলে দিল পুলিশ

খালেদা জিয়ার গুলশান কার্যালয়: তালা দিয়ে আবার খুলে দিল পুলিশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে দেয়ার মাত্র ১১ ঘন্টার মধ্যে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ফের তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এ তালা লাগান গুলশান থানা পুলিশ। যা বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে খুলে দেয়া হয়েছিল।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে ফটকের তালা আবার খোলা দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার গুলশানের ওই কার্যালয়ের প্রধান ফটকের তালা গোপনে খুলে নেওয়ার পর রাতে আবার লাগিয়ে দেওয়া হয়। অবশ্য তালা খোলা ও লাগানোর কথা পুলিশের কেউ স্বীকার করেনি।

এর আগে খালেদা জিয়াকে অবরুদ্ধ করার ৫ দিন পর বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে প্রধান ফটকের তালা খুলে দেয় পুলিশ। তবে কার্যালয়ের প্রধান ফটকে বাইরে থেকে লাগানো তালা খুলে দেয়া হলেও কথিত নিরাপত্তা বলয় ছিল বহাল তবিয়তে। সড়ানো হয়নি কার্যালয়কে ঘিরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এখন বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ফের তালা লাগানো হলো।

সরেজমিনে দেখা যায়, প্রধান ফটকের সামনে দাঁড়ানো নারী পুলিশ সদস্যরা কিছুটা সরে অবস্থান নিয়েছেন। এ সময় ফটকের তালা খোলা দেখা যায়। প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়, গতকাল দুপুরের আগে কোনো এক সময় তালা খোলার পর বিকেল সাড়ে চারটার দিকে আবার আটকে দেওয়া হয়। সন্ধ্যার পর তা আবার খুলে দেওয়া হয়। এরপর রাত ১১টার দিকে শেষ দফায় আবার তালা লাগানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগের মতো কড়াকড়ি রয়েছে। গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কে গিয়ে দেখা যায়, এই কার্যালয়ে ঢোকার ক্ষেত্রে আগের মতো কড়াকড়ি ব্যবস্থা রাখা হয়েছে। পাহারাও আগের মতো বহাল। কার্যালয়ের এক পাশে একটি জলকামান, আরেক পাশে দুটি প্রিজন ভ্যান আড়াআড়ি করে রাখা। ফটকের দুই পাশে ও কার্যালয়ের সামনে ৮৬ নম্বর সড়কের দুই মুখে পুরুষ পুলিশ সদস্যদের রাস্তা আটকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এর মধ্যেই বিশিষ্টজনেরা সেখানে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। স্বজনেরা তাঁকে খাবার সরবরাহ করেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো রয়েছে বলে জানা গেছে।

৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অবস্থান নেয়। এরপর থেকে কার্যত তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। কার্যালয়ের ভেতর স্বাভাবিক চলাফেরাতেও কড়াকড়ি আরোপ করা হয়। এরপর রবিবার রাত ১২টার দিকে কার্যালয়ের প্রধান ফটকে বাইরে থেকে তালা লগিয়ে দেয়া হয়। বাড়ানো হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যাও। কার্যালয়কে ঘিরে প্রায় ১৩টি ইট-বালু ভর্তি ট্রাক এনে আড়াআড়িভাবে রাখা হয় কার্যালয়ের সামনের সড়কে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025