রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১০:৫০

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন অনুষ্ঠান আজ

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন অনুষ্ঠান আজ

গ্যালারী থেকে ডেস্ক: একটু ব্যতিক্রম রয়েছে এবারের বিশ্বকাপ ক্রিকেটে। মূল পর্বের ম্যাচ শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। কিন্তু উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে আজ। আয়োজক দু’টি দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এই দুই দেশের মেলবোর্ন ও ক্রাইস্টচার্চ সেজে উঠেছে বিশ্বকাপের ১১তম আসরকে বরণ করে নেয়ার জন্য।

এই দুই শহরেই আজ উদ্বোধন অনুষ্ঠান বর্ণিল ও রঙের ফোয়ারা ছুটিয়ে জয় করবে সারা বিশ্বের অগণিত ক্রিকেটপ্রেমীকে। রঙিন সাজে বর্ণময় এই দুই শহর এখন অপেক্ষার প্রহর গুনছে। বর্ণাঢ্য ও জমকালো চোখধাঁধানো অনুষ্ঠানমালা উপস্থাপন করা হবে উদ্বোধন অনুষ্ঠানে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হবে আপনমহিমায়। দু’টি দেশই তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজন করবে এবারের অনুষ্ঠান।

আজ মেলবোর্নের সিডনি মেয়র মিউজিক বোলে অনুষ্ঠিত হবে অন্যতম আয়োজক অস্ট্রেলিয়ার বিশ্বকাপ উদ্বোধন ধামাকা। দেশটির স্বনামধন্য পারফর্মার জেসিকা, টিনাএরিনা, নাথানিয়েল ও ড্যারেল স্টেজ মাতাবেন নিজেদের সেরা কারিশমা দিয়ে। মেলবোর্ন সিম্ফনি অর্কেস্টাসহ সুরকার চং লিমের নির্দেশনায় সাজানো হয়েছে উদ্বোধনী সব সুরমূর্ছনা।

এ ছাড়া চোখধাঁধানো আতশবাজিও থাকবে অনুষ্ঠানসূচিতে। পুরো আয়োজনের প্রধান আকর্ষণ মেলবোর্ন ও অস্ট্রেলিয়ায় বিশ্বকাপকে স্বাগতম জেসিকা। বাদ্যের তালে তালে পারফর্ম করবেন সিডনি মেয়র মিউজিক বোলের সদস্যরা। বিশ্বকাপ ক্রিকেটের মাসকাট পেড্রো ১৪ দেশের খেলোয়াড়দের নিয়ে অফিসিয়াল প্যারেডে আসবে। টেস্ট খেলুড়ে দেশের পর প্যারেডে অংশ নেবেন সহযোগী সদস্যরা। প্যারেডের পর ভাষণ দেবেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন। তার ভাষণের পর এক হাজার শিল্পীর একটি প্রশিক্ষিত দল বিভিন্ন শারীরিক কসরত ও নৃত্য পরিবেশন করবেন।

১৯৯২ সালে এই দেশে বসেছিল ক্রিকেটের সবচেয়ে বড় আসর। দীর্ঘ ২৩ বছর পর আবারো রাজার খেলা ক্রিকেটের আসর ফিরে এসেছে প্রকৃতির লীলাভূমিতে। অস্ট্রেলিয়া হচ্ছে ক্রিকেটপাগল দেশ। ডন ব্র্যাডম্যানের সেই সোনালি দিনের কথা স্মরণ করে অসিরা গর্ববোধ করে। বাংলাদেশ সময় বেলা ২টায় মেলবোর্নে উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে।

আজকের ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে অন্যতম আয়োজক নিউজিল্যান্ডের উদ্বোধন অনুষ্ঠান। দেশটির বিখ্যাত শিল্পীরা এ অনুষ্ঠানে পারফর্ম করবেন। নিউজিল্যান্ডের বর্তমান জাতীয় দলের একজন ক্রিকেটার মঞ্চে উঠবেন। তিনি কে হবেন, তা নিয়ে গুঞ্জন রয়েছে। তবে ড্যানিয়েল ভেট্টোরিরই মঞ্চে উপস্থিত হওয়ার সম্ভাবনা বেশি। তিনি মঞ্চে বেশ কিছু কলাকৌশল দেখাবেন। এ ছাড়া সাবেক অধিনায়ক স্টিফেন ফেমিংও মঞ্চে উঠে ক্রিকেট নিয়ে পারফর্ম করবেন।

নিউজিল্যান্ড তার সান্ধ্যভাষার ছন্দময় ও রহস্যময় কন্ডিশন ও পিচকে পুঁজি করে বিশ্বকাপ শিরোপা জিততে না পারার আশাহত চিত্তে স্মরণ করে। তাই তো ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে জমকালো এক অনুষ্ঠান করবে তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025