শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০০

সিলেটে সৌদি গমনেচ্ছুদের উপচেপড়া ভিড়

সিলেটে সৌদি গমনেচ্ছুদের উপচেপড়া ভিড়

তানভীর তালুকদার: সৌদি আরবের নিবন্ধন ফরম সংগ্রহ ও ব্যাংক ড্রাফট করতে সিলেট নগরীস্থ সোনালী ব্যাংকের শাখাগুলোতে গমনেচ্ছুকদের উপচেপড়া ভীড় জমেছে । মঙ্গলবার থেকে শুরু হওয়া এই নিবন্ধন ফরম সংগ্রহ ও ব্যাংক ড্রাফট কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই সৌদি গমনেচ্ছুকরা ভীড় জমান সোনালী ব্যাংকের শাখাগুলোতে। সৌদি গমনেচ্ছু হাজার হাজার মানুষের ভীড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে

ব্যাংক কর্মকর্তা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং জনশক্তি রফতানি ও প্রশিক্ষণ ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৃহস্পতিবার ভোর থেকেই নগরীস্থ সোনালী ব্যাংকের শাখাগুলোতে গমনেচ্ছুকদের উপচেপড়া ভীড় জমেছে। সৌদি আরব গমনেচ্ছুদের চাপ সামাল দিতে পারছে না ব্যাংক কর্মকর্তা ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

জানা যায়, সোমবার থেকে শুরু হওয়া সৌদি গমনেচ্ছুদের নাম নিবন্ধনের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয় জনশক্তি রফতানি ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। এর ফলে সৌদি গমনেচ্ছুদের ভিড় বাড়ে নগরীস্থ সোনালী ব্যাংকের শাখাগুলোতে। যদিও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে, সৌদি গমনেচ্ছুদের নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024