অবরুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশে বাধা, আইন শৃঙ্খলাবাহিনী কর্তৃক বিরোধীদলীয় নেতাকর্মীদের খুন-গুম ও বিচার বর্হিভূত হত্যাকান্ডসহ ক্ষমতাসীন সরকারের অগণতান্ত্রিক, অসংবিধানিক ও অমানবিক কার্যকলাপের প্রতিবাদে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বৃটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৭ ফেব্রয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্য বিএনপি, আইনজীবী ফোরাম, যুবদল, জাসাস, তরুণ দলসহ জাতীয়তাবাদী শক্তির সকল পর্যায়ের কর্মী-সমর্থকরা অংশ নেয়। বিক্ষোভ সমাবেশ উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক নাসির আহমদ শাহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, সিটিজেন মুভমেন্ট ইউকের আহŸায়ক এম এ মালেক, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি আবুল কালাম আজাদ, তৈমুছ আলী, আখতার হোসেন, গোলাম রাব্বানী, আইনজীবি ফোরামের আহŸায়ক তারেক বিন আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান ক্ষমতাসীন সরকারের অগণতান্ত্রিক অসংবিধানিক ও অমানবিক কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৫ জানুয়ারীর ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। রাষ্ট্র ও প্রশাসনকে আওয়ামীকরণ করা হয়েছে। ক্ষমতায় থাকার জন্য একটি বিশেষ অ লের পুলিশ দিয়ে আওয়ামী লীগ এখন জনগণকে নিয়ন্ত্রণ করতে গুম ও হত্যায় মেতে উঠেছেন। তিনি বলেন, বন্দুকের জোরে কেউ কোনদিন ক্ষমতায় থাকতে পারেনি, শেখ হাসিনাও পারবে না। গণআন্দোলনের মূখে শেখ হাসিনার পতন সময়ের ব্যাপার মাত্র। মাহিদুর রহমান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দেয়ার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ অমানবিক কাজ করে সরকার তিনবারের প্রধানমন্ত্রীর মানবাধিকার লঙ্ঘন করেছে। তিনি অবিলম্বে সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে শেখ হাসিনাকে সংলাপে বসার আহŸান জানান।
সভাপতির বক্তব্যে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক নাসির আহমেদ শাহিন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশের বাধা দেয়ার নিন্দা জানিয়ে বলেন, এ কুকর্ম করে সরকার শুধু তিনবারের প্রধানমন্ত্রীকে অপমানই করেনি, এতে দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। এ ঘটনাকে চুড়ান্ত মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে নাসির আহমেদ শাহিন এজন্য শেখ হাসিনাকে একদিন বিচারের মুখোমুখি করা হবে আশাবাদ ব্যক্ত করেন। নাসির আহমেদ শাহিন বলেন, ৫ জানুয়ারি শেখ হাসিনা জোচ্চুরির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে। ক্ষমতা দখলের পর থেকেই অবৈধ শেখ হাসিনা বিএনপি এবং ২০ দলীয় জোটের নেতাকর্মীদের হত্যা, খুন, গুম অব্যাহত রেখেছে। যৌথবাহিনী সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে পাকিস্থানি হায়নাদের মতো হামলা চালিয়ে গ্রেফতার ও নির্যাতন করছে।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, মানবাধিকার লঙ্ঘন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রাখা, সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের নির্যাতনে উদ্বেগ প্রকাশ করে নাসির আহমেদ শাহিন গণতন্ত্রের স্বার্থে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত তা চালিয়ে যাবার আহŸান জানান। তিনি বলেন, ভোটারবিহীন হাসিনার অবৈধ সরকার এখন বেগম জিয়াকে গ্রেপ্তার করার চক্রান্ত করছে। অবরোধ আর তীব্র গণআন্দোলনের মধ্যে খালেদা জিয়াকে গ্রেপ্তারের অপচেষ্টা শেখ হাসিনার পতন ডেকে আনবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসাধারণ সম্পাদক শামসুর রহমান মাতাব, এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস শহিদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আবুল হাসনাত রিপন, মোঃ সোলায়মান খান, এস এম লিটন, আব্দুল হামিদ খান হেভেন, শামীম আহমেদ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বাদশা, জুবায়ের খান, আব্দুস শহীদ, সাংবাদিক আখতার মাহমুদ, মৌলানা শামীম, আফজল হোসেন, এ জে লিমন |
ওএনবি লন্ডন