আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পরিবারে কলহ সৃষ্টির আশঙ্কায় সৌদি আরবের বধূরা তাদের সংসারে সুন্দরী গৃহপরিচারিকাকে নিয়োগ দিতে চান না। গৃহবধূরা এখন আগে থেকে সম্ভাব্য গৃহপরিচারিকার ছবি দেখতে চাইছেন। বিশেষ করে, যারা মরক্কো ও চিলি থেকে আসছেন, তাদের ক্ষেত্রে বিষয়টি গুরুত্ব দিয়েছেন তারা এমনটাই জানালেন সৌদি আরবের রিক্রুটিং এজেন্সিগুলো।
দেশটির প্রভাবশালী সংবাদপত্র আরব নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকজন নারীর সাথে কথা বলে জানা গেছে, তারা সুন্দরী গৃহপরিচারিকা নিয়োগের ঘোরবিরোধী।
ওই গৃহকর্ত্রীরা বলেছেন, সুন্দরী নারীদের তারা গৃহপরিচারিকা হিসেবে চান না। কারণ তাদের ধারণা, সুন্দরী কর্মচারী পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারেন।
জেদ্দার একটি রিক্রুটিং কোম্পানির পরিচালক ইদ আবু ফাহাদ বলেন, ‘বেশ কিছু নারী আমাদের সাথে যোগাযোগ করে বলেছেন, যদি তাদের স্বামীরা মরক্কো বা চিলি থেকে গৃহপরিচারিকা আনতে চান, তাহলে ওইসব গৃহকর্মীদের আনার আগে তারা অবশ্যই তাদের দেখে নেবেন।”
এদিকে, শ্রমবাজার খুলে যাওয়ার পর বাংলাদেশ থেকে বেশ কয়েক হাজার নারী গৃহকর্মী সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সৌদিতে যাওয়ার আগে নারীকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সেদেশে বাংলাদেশের শ্রমিক ও নারী অধিকার কর্মীরা।
সূত্র : বিবিসি, আরব নিউজ।