শীর্ষবিন্দু নিউজ: সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হলেন এমসি কলেজের অর্থনীতি অনার্স ৩য় বর্ষের ছাত্র আহমদ ইমতিয়াজ পারভেজ। সিলেট নগরীর পাঠানটুলা পয়েন্টে বুধবার বিকেল ৪টায় পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত পারভেজের বাবার নাম মোহাম্মদ মজম্মিল আলীর। তিনি সিলেট সদর উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা। শেস খবর পাওয়া পর্যন্ত পুলিম কাউক গ্রেফতার করতে পারে নি। তবে কতোয়ালী থানার ওসি আতাউর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ সিএনজি অটোরিক্সা যোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে পাঠানটুলা পয়েন্টে আসলে কয়েকজন মোটরসাইকেল আরোহী তার সিএনজির গতিরোধ করে গাড়ি থেকে নামিয়ে আনে এবং রাস্তায় ফেলে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply