মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:২৮

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী: পদক নেননি মোজাফফর

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী: পদক নেননি মোজাফফর

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: একাত্তরে মুক্তিযুদ্ধ ও জাতীয় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৭ বিশিষ্ট নাগরিককে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছে। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, প্রয়াত কমান্ড্যান্ট মানিক চৌধুরী ও শহীদ মামুন মাহমুদকে এবার স্বাধীনতা পদক দেয়া হয়েছে।

এছাড়া সাহিত্যে অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতিতে চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাক, গবেষণা ও প্রশিক্ষণে ড. মোহাম্মদ হোসেন ম-ল ও সাংবাদিকতায় প্রয়াত সন্তোষ গুপ্ত এ পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে একটি স্বর্ণপদক, দুই লাখ টাকা ও সম্মাননা পত্র দেয়া হয়। মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদকে এবার স্বাধীনতা পদকের জন্য মনোনীত করা হলেও তিনি এ পুরস্কার গ্রহণ করেননি।

এবিষয়ে মন্ত্রী পরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, উনি স্বাধীনতা পুরস্কার নিতে আগ্রহী নন। একারণে উনার নাম ড্রপ করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025