শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: একাত্তরে মুক্তিযুদ্ধ ও জাতীয় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৭ বিশিষ্ট নাগরিককে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছে। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, প্রয়াত কমান্ড্যান্ট মানিক চৌধুরী ও শহীদ মামুন মাহমুদকে এবার স্বাধীনতা পদক দেয়া হয়েছে।
এছাড়া সাহিত্যে অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতিতে চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাক, গবেষণা ও প্রশিক্ষণে ড. মোহাম্মদ হোসেন ম-ল ও সাংবাদিকতায় প্রয়াত সন্তোষ গুপ্ত এ পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে একটি স্বর্ণপদক, দুই লাখ টাকা ও সম্মাননা পত্র দেয়া হয়। মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদকে এবার স্বাধীনতা পদকের জন্য মনোনীত করা হলেও তিনি এ পুরস্কার গ্রহণ করেননি।
এবিষয়ে মন্ত্রী পরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, উনি স্বাধীনতা পুরস্কার নিতে আগ্রহী নন। একারণে উনার নাম ড্রপ করা হয়েছে।