শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৫

ঢাকায় অবৈধভাবে ভুয়া নিবন্ধিত ৭ কোটি টাকার মার্সিডিজ গাড়ি জব্দ

ঢাকায় অবৈধভাবে ভুয়া নিবন্ধিত ৭ কোটি টাকার মার্সিডিজ গাড়ি জব্দ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অবৈধভাবে এনে ভুয়া নিবন্ধন করানো দামি একটি মার্সিডিস বেঞ্জ গাড়ি ধরেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শুক্রবার রাতে রাজধানীর ধানমণ্ডির একটি বাড়িতে গাড়িটি পাওয়া যায় বলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান গণমাধ্যমকে জানিয়েছেন।

মইনুল খান বলেন, সাত কোটি টাকা দামের গাড়িটি ভুয়া কাগজপত্র দেখিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছিল। এরপর ২০০৯ সালে ভুয়া বিল অফ এন্ট্রির মাধ্যমে রেজিস্ট্রেশনও করা হয়েছিল। গোপনীয় সূত্রে খবর পেয়ে ধানমণ্ডি ৫ নম্বর সড়কের ওই বাড়িতে অভিযান চালান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এই গাড়িটি বৈধভাবে আমদানি করতে তিন কোটি টাকা শুল্ক দিতে হত, যা ফাঁকি দেওয়ার অভিযোগে গাড়িটি আটক করেছে শুল্ক বিভাগ।

এই গাড়িটি বেলায়েত হোসেন নামে এক ব্যক্তির মালিকানায় ছিল বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। দেশের শুল্ক ফাঁকি দিয়ে ৭ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ গাড়ি রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শনিবার দুপুরে বহুল আলোচিত ওই গাড়িটি ধানমণ্ডির পাঁচ নম্বর সড়কের একটি বাড়ি থেকে জব্দ করা হয়। গাড়িটি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে।

জানা যায়, বেলায়েত হোসেন নামের এক অসাধু ব্যবসায়ী ভুয়া কাগজপত্র ও বিল অব এন্ট্রি দিয়ে ২০০৯ সালে মার্সিডিজ বেঞ্জটি নিয়ে আসেন। মিথ্যা ঘোষণায় চট্টগ্রাম বন্দর ব্যবহার করেই ওই গাড়িটি আনা হয়। পরে ভুয়া কাগজপত্র দিয়ে বিআরটিএ থেকে গাড়িটির নিবন্ধনও নেন তিনি। বিষয়টি জানার পর বৃহস্পতিবার বিকেল থেকে র্যাবের সহায়তায় ওই গাড়িটি জব্দের চেষ্টা শুরু করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025