বিস্ময়কর ডেস্ক নিউজ: বিশ্বের আরেকটি অবাক করা শিশুর জম্ম হয়েছে। শিশুটি জন্মের আগে ডাক্তাররা একটুকু চিন্তা করেন নি। শিশুটি জন্মের পরই অবাক করা যত চিন্তা ঘিরে ধরে তাদেরকে। মায়ের চোখের নেমে আসে অঝোর ঝারায় চোখের পানি। বলে রাখি, শিশুটি জীবিত রয়েছে।
শিশুটির নাম এলি। ঠিকঠাক সব কিছুই চলছিল। কিন্তু এলি ভূমিষ্ঠ হতেই চমকে ওঠেন ডাক্তররা। একি! এমনটা তো সাধারণত দেখা যায় না! গন্ডগোলটা নজরে আসতেই ১০ মিনিট আলাদা ঘরে রাখা হয় সদ্যোজাতকে। এরপর নিয়ম মেনে তুলে দেওয়া হয় মায়ের কোলে। নজরে আসতেই কেঁদে ফেললেন মা। সদ্যোজাত এলি-র নাক নেই। মুখ দিয়েই নিঃশ্বাস নিচ্ছে এই ছোট্ট শিশুটি।
গত ৪ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামার এক হাসপাতালে জন্ম হয় এলির। ২.৯ কেজির এলির জন্ম হয় নাক ছাড়াই। ডাক্তাররা বলেন, সারাবিশ্বে ১৯ কোটি ৭০ লক্ষ মানুষের মধ্যে একজনের এমন হতে পারে। পাঁচ দিন পর একটা অপারেশন হয় এলির। এখন সে দিব্যি আছে। তবে নাক এখনও তার নেই। সবাই বলছে, এলি এক অলৌকিক শিশু। এলিকে নিয়ে রীতিমত সাড়া পড়ে গেছে ইন্টানেট জগতে।