শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলামের গাড়িতে ৩৭৫ বোতল ফেনসিডিল পাওয়ার পর চালককে আটক করেছে র্যাব।
র্যাব।-৯ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর হুমায়ুন কবির জানান, মঙ্গলবার রাতে নগরীর শিবগঞ্জ এলাকা থেকে রুমন মিয়া নামের ওই গাড়ি চালককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমন বলেছেন, তিনি গত দুই বছর ধরে সরকারি গাড়ি ব্যবহার করে ফেনসিডিল আনা নেওয়ার কাজ করছিলেন। মাদক আইনে মামলা করে রুমনকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র্যাব। কর্মকর্তা।
মেজর হুমায়ুন জানান, দীর্ঘদিন ধরে একটি সরকারি গাড়ি ব্যবহার করে ফেনসিডিল আনা নেওয়ার তথ্য পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ এলাকায় রুমনের গাড়ি আটকায় র্যাব সদস্যরা। রুমন সার্কিট হাউজ থেকে উপশহরের দিকে যাচ্ছিলেন। গাড়ি তল্লাশি করে ৩৭৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। জেলা প্রশাসকের স্ত্রীই বেশিরভাগ সময় গাড়িটি ব্যবহার করতেন বলে র্যাব।কে জানিয়েছেন রুমন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল হক জানান, বুধবার সকালে রুমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নুরুল হক বলেন, রুমনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।