শীর্ষবিন্দু নিউজ: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতবারের মতো এবারও ১৪ দল সমর্থিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন আনারস প্রতীক। গত সিটি করপোরেশন নির্বাচনে কারান্তরিণ অবস্থায় কামরান এই প্রতীক নিয়ে নির্বাচন করে প্রায় ৮৪ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন।
এছাড়া ১৮ দল সমর্থিত প্রার্থী মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী পেয়েছেন টেলিভিশন প্রতীক। আর অপর মেয়র প্রার্থী সালাহ উদ্দিন রিমন পেয়েছেন তালাচাবি প্রতীক।
সোমবার সকাল সোয়া ১১টার দিকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এজহারুল হক প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ দেন।
Leave a Reply