রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৪০

ব্যাংকে ডাকাতদের তাণ্ডব: হামলায় ম্যানেজারসহ নিহত ৬ জন

ব্যাংকে ডাকাতদের তাণ্ডব: হামলায় ম্যানেজারসহ নিহত ৬ জন

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় বেসরকারি বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় ডাকাতের হামলায় ব্যাংকের ব্যবস্থাপকসহ ৬ জন নিহত হয়েছেন। এসময় স্থানীয়রা এক ডাকাতকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন ব্যাংকের ব্যবস্থাপক ওয়ালিউল্লাহ ও গানম্যান বদরুল ইসলাম এবং স্থানীয় ব্যবসায়ী পলাশ, ব্যবসায়ী জিল্লুর রহমান ও মুড়ি বিক্রেতা মনির হোসেন। ব্যাংকের কয়েকজন কর্মী জানিয়েছেন, দুপুর দুইটার দিকে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি ব্যাংকের সামনে আসে। তারা গ্রাহকের বেশে ব্যাংকের ভেতরে ঢুকে।

এরপর তারা ব্যবস্থাপক ওয়ালিউল্লাহকে গ্রেনেড দেখিয়ে জিম্মি করে ভল্টের চাবি চায়। কিন্তু ব্যবস্থাপক তা দিতে অস্বীকৃতি জানানোয় দুর্বৃত্তরা তাকে কোপাতে শুরু করে। তারা গ্যানমান বদরুলকে কোপায় ও তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তারা গ্রেনেড চার্জ করে ও গুলি চালিয়ে ক্যাশ থেকে টাকা লুটে নেয়।

আশুলিয়া থানার পুলিশ জানায়, গুলিবিদ্ধ হয়ে ও গ্রেনেডে ১৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ৫ জনের মৃত্যু হয়। আহত বাকি ১১ জন ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় জনতা তাদের ধাওয়া করে দুজনকে ধরে ফেলে। তাদের কাছ থেকে লুট হওয়া প্রায় পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়। এসময় গণধোলাইয়ে একজনের মৃত্যু হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025