রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:১৩

বাংলাদেশী শরণার্থী হিন্দুদের ভারতীয় নাগরিকত্ব দেবে বিজেপি

বাংলাদেশী শরণার্থী হিন্দুদের ভারতীয় নাগরিকত্ব দেবে বিজেপি

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বলে জানালেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ।

রোববার আসামের গৌহাটিতে এক সমাবেশে অমিত শাহ জানান, ধর্মীয় অশান্তির কারণে কিছু হিন্দু বাংলাদেশ থেকে এখানে এসেছে। আগামী বছর যদি আসামে বিজেপি ক্ষমতায় আসে তাহলে তাদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। অমিত শাহ আরও বলেন, শুধু আসামেই নয়, বরং দেশে থাকা সমস্ত প্রবাসী বাংলাদেশি হিন্দুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য কাজ করবে বিজেপি।

অমিত শাহ বলেন, জাতীয় নাগরিকপঞ্জি নবীকরণের জন্য ফান্ড দেওয়া হয়েছে। কিন্তু রাজ্য সরকার এটা বাস্তবায়িত করতে চায় না, কারণ ওদের ভোট পেয়েছে সরকার। এটা দীর্ঘদিন ধরে চলতে পারে না। বিজেপি অবশ্যই তাদের আসামের মাটি থেকে বের করে দেবে।

অমিত শাহ আজ রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেস মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সরকারের বিরুদ্ধে ক্যাগ রিপোর্ট তুলে ধরে দুর্নীতির অভিযোগ করেন। রাজ্য সরকার ১২০০০ কোটি টাকার কোনও হিসেব দিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, দয়া করে ওই টাকার হিসাব দিন, নইলে লোকেরা আগামী নির্বাচনের সময় এর হিসাব চাইবে।

আসামে দু’দিনের সফরে এসে অমিত শাহ বলেন, আগামী বছরের বিধানসভা নির্বাচন এই ইস্যু নিয়ে লড়া হবে। রাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের মুক্ত করার লক্ষ্যে আসাম নির্বাচনে লড়াই করা হবে। তিনি বলেন, আসাম অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য এক আশ্রয়স্থল হয়ে উঠেছে। রাজের ক্ষমতাসীন কংগ্রেস সরকার তাদের ফেরানোর জন্য কোনো পদক্ষেপই গ্রহণ করেনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025