নিউজ ডেস্ক: পৃথক এই যাত্রায় আর লন্ডন নয়৷এ বার সিঙ্গাপুর হতে চলেছে কলকাতা৷ তাও আবার শুধুমাত্র কলকাতা একাও নয়৷ এ বার সিঙ্গাপুর হতে চলেছে গোটা পশ্চিমবঙ্গই৷ কলকাতাকে লন্ডন বানানোর প্রক্রিয়া প্রত্যক্ষ করছেন রাজ্যবাসী! আর, এ বার দেখা যাবে কলকাতা সহ এ রাজ্যকে সিঙ্গাপুর বানানোর ‘প্রক্রিয়া’ও৷ রাজ্য সরকারের তরফে এ বার এমনই দাবি করা হয়েছে৷
তবে, কল্লোলিনী এই তিলোত্তমাকে যেভাবে লন্ডন বানানোর ‘স্বপ্ন’ দেখানো হয়েছে, কলকাতা সহ গোটা এ রাজ্যকে সিঙ্গাপুর বানানোর ‘স্বপ্ন’ অবশ্য পৃথক উপায়ের, ভিন্ন পথের৷ পৃথক ওই উপায়-পথের স্বপ্ন অনুযায়ী, এ বার কলকাতা সহ এ রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ারের পরিষেবা মিলবে সিঙ্গাপুরের ধাঁচে৷ আর, সেজন্য সিঙ্গাপুর সরকারের সঙ্গে শীঘ্রই একটি মউ সই করবে পশ্চিমবঙ্গ সরকার৷
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কলকাতা সহ এ রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)-এর মান সিঙ্গাপুরের ধাঁচে গড়ে তোলার বিষয়টি, সাম্প্রতিক গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিট-এর ফল৷ ওই মউ-এর চূড়ান্ত রূপ দিতে, রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা সিঙ্গাপুরে যাবেন৷ মউ-এর বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইতিমধ্যেই সিঙ্গাপুরের সংশ্লিষ্ট আধিকারিকরা কলকাতায় এসেছিলেন৷ শুধুমাত্র তাই নয়৷ কলকাতার বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁরা পরিদর্শনও করে গিয়েছেন বলে জানানো হয়েছে৷
রাজ্য স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, সিঙ্গাপুরের সঙ্গে পশ্চিমবঙ্গের ওই মউ অনুযায়ী, এ রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স মিলিয়ে, ১০০ জনকে সিঙ্গাপুরে পাঠানো হবে প্রশিক্ষণের জন্য৷ ওই ১০০ জনকে অবশ্য ধাপে ধাপে পাঠানো হবে সিঙ্গাপুরের অন্যতম সরকারি হাসপাতালে৷ তেমনই আবার, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিষয়ে ওই ১০০ জনের প্রশিক্ষণের জন্য, সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা চিকিৎসকরাও কলকাতায় আসবেন৷
এ রাজ্যের ওই ১০০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সের সঙ্গে নিজেদের অভিজ্ঞতাও বিনিময় করবেন সিঙ্গাপুরের ওই বিশেষজ্ঞরা৷ এ রাজ্যের ওই ১০০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সের প্রশিক্ষণের জন্য সময় ধরা হয়েছে তিন বছর৷
অর্থাৎ, মউ সইয়ের পর, শুধুমাত্র তিন বছর সময় লেগে যাবে এ রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সদের প্রশিক্ষণ সম্পন্ন হতে৷ আর, তার মধ্যে রয়েছে এ রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিসিইউ-এর পরিকাঠামো উন্নয়নের বিষয়টিও৷ সব মিলিয়ে, পশ্চিমবঙ্গকে এ ভাবে সিঙ্গাপুর বানানোর ‘স্বপ্ন’ প্রসঙ্গে প্রশ্ন দেখা দিয়েছে, খোদ এ রাজ্যেরই সরকারি চিকিৎসক মহলে৷