মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:০৫

সিলেটে কোটি টাকার জমি দখল

সিলেটে কোটি টাকার জমি দখল

নিউজ ডেস্ক: নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের সুপারিশ রয়েছে দাবি করে সড়ক ও জনপদের কোটি টাকার ভূমি দখল করা হয়েছে। রোববার মধ্যরাতে দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্টে কোটি টাকা মূল্যের ভূমি দখল করে বাঁশ ও টিনের ঘর তৈরি করা হয়েছে। ভূমি দখলকারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা আবদুস সালাম ওরফে সালাম ও তার সহযোগীরা দখলে বাধা দিলে সিলেটে লাগাতার ট্রাক ধর্মঘটের হুমকি দিয়েছে।

শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য আবদুস সালাম ওরফে কদমতলী পয়েন্টে সওজ-এর ৫ শতক ভূমি বন্দোবস্ত নিতে নিজেকে আওয়ামী লীগ কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেন। কিন্তু তার নামে ভূমি বন্দোবস্ত না হওয়ায় নৌপরিবহনমন্ত্রীর সুপারিশ সংবলিত আবেদন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠান। আর নৌপরিবহনমন্ত্রীর সুপারিশ করা আবেদনকে পুঁজি করে রোববার রাতে মন্ত্রীর দোহাই দিয়ে আবদুস সালাম ও তার অনুসারীরা ওই ভূমি দখলে নিয়ে টিনের শেড তৈরি করে। ট্রাক শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক অফিসের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।

এ ব্যাপারে আবদুস সালামের অনুসারীরা বলেন, মন্ত্রী শ্রমিক নেতা। বন্দোবস্তের আবেদনে তার সুপারিশ থাকা মানেই তার সম্মতি রয়েছে। এ কারণে আবেদিত ভূমিতে ট্রাক শ্রমিক ইউনিয়নের সাইনবোর্ড লাগানো হয়েছে। কেউ বাধা দিলে সিলেটে লাগাতার ট্রাক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতা আবদুস সালাম বলেন, এটা দলীয় কোন বিষয় নয়। জায়গার ব্যাপারে নৌমন্ত্রীর অনাপত্তি ও সুপারিশ রয়েছে। তাই সড়ক ও জনপথের মৌখিক অনুমতি নিয়েছি।

এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিসিকের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন আমাদের অনুমতি দিয়েছেন। তাই অন্যকোন অনুমতির প্রয়োজন নেই। তিনি বলেন, শ্রমিকরা কারো কাছে মাথা নত করে না। এ ব্যাপারে সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া বলেন, কে বা কারা জায়গা দখল করেছে, তা আমি কিছুই জানি না।

সিসিকের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন বলেন, আমি কাউকে জায়গা দখলের অনুমতি দেইনি। আমার উপর আনীত সকল অভিযোগ মিথ্যা। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি এসএম আতাউর রহমান বলেন, জায়গা দখলের ব্যাপারে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025