শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: দুই মাসের বেশি সময় ধরে নিখোঁজ থাকা বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁর স্ত্রী হাসিনা আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, স্বামীর সঙ্গে তাঁর কথা হয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসায় যান হাসিনা আহমেদ। সেখান থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, স্বামীর সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাঁকে ফিরে পাব নিশ্চিত। এ বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে। তবে সালাহ উদ্দিন কোথায় আছেন, তা সাংবাদিকদের জানাননি তাঁর স্ত্রী।