নিউজ ডেস্ক: ভিশন টুয়েন্টি-টুয়েন্টি ওয়ান বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সরকার। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ২০২১ সালের পূর্বেই বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীরাও অবদান রাখতে পারেন। এমন্তব্য হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু‘র।
গতকাল ২০শেমে বিকেলে ইষ্টলন্ডনের সোনারগাঁও রেষ্টুরেন্টে গ্রেটারলন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মুনিম চৌধুরী বাবু এমপি একথা বলেন। তিনি প্রবাসীদের স্বদেশে বিনিয়োগের আহবান জানিয়ে বলেন দেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগের পর্যাপ্ত সুযোগ রয়েছে।
তিনি বলেন একটি মহল অযথা হরতাল অবরোধের নামে উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়, কোন বাধাই তা ব্যাহত করতে পারবেনা। দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। তিনি বলেন আমি নিজেও একজন প্রবাসী তাই মাটির টানে দেশে ফিরে গেছি। আমার স্বপ্ন নবীগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে পরিণত করা আর এলক্ষ্যেই কাজ করছি। তিনি বলেন শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। তিনি নির্বাচিত হওয়ার পর তার নির্বাচনী এলাকায় তিনটি কলেজে চার কোটি টাকা অনুদান পেয়েছে।
তিনি বলেন নবীগঞ্জের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। মাত্র এক বছরের ভেতর তার নির্বাচনী এলাকায় চল্লিশ কিলোমিটার বিদ্যুৎ লাইন সহ কয়েকটি রাস্তার উন্নয়ন হয়েছে। এজন্যে তিনি জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। সংগঠনের সভাপতি নেহার মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তফাজ্জল হোসেন চৌধুরী তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার আতাউর রহমান, সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী, একাউনটেন্ট মাহমুদ এ রউফ, ব্যারিষ্টার মাহমুদুল হক, এনায়েত হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, ব্যাবসায়ী আবুল কালাম আজাদ ছুটন, হেলাল চৌধুরী।
অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওত করেন মৌলানা আবুল কালাম আজাদ, স্বাগত বক্তব্য রাখেন ব্যারিষ্টার শামীম চৌধুরী। এছাড়ও আরো বক্তব্য রাখেন কৃতি ফুটবলার শাহ গোলাম মোর্শেদ, সচেতন নাগরিক সমাজ নবীগঞ্জের সভাপতি মহিবুর রহমান হারূন, অধ্যাপক আব্দুল হাই, হিফজুর রহমান চৌধুরী, শেখ শামীম আহমদ, ফজলুর রহমান, আনছার আহমদ চৌধুরী, শামীম আহমদ, জোবায়ের চৌধুরী, মতিউর রহমান নানু, গিয়াস উদ্দিন তালুকদার, শাহ সহিদ আলী প্রমুখ।