আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আরও এক বিস্ফোরক ঘোষণা করল আইএসের। তাদের নিজেদের ম্যাগাজিন দাবিক-এ আইসিস দাবি করেছে তাদের দল এত দ্রুত বিস্তৃত হচ্ছে যে আর এক বছরের মধ্যেই তারা প্রথম পরমাণু অস্ত্র কিনতে পারে।
এই প্রবন্ধটিতে আইএস দাবি করেছে তারা নিজেদের আধুনিক পৃথিবীর সব থেকে বিস্ফোরক ইসলামিক দল থেকে আরও বেশি শক্তিশালী করেছে। এখন তারা আধুনিক বিশ্বের বিস্ফোরক ইসলামিক আন্দোলনে রূপান্তরিত করে ফেলেছে নিজেদের। তার প্রতিরূপ আগামী ১২ মাসের মধ্যেই দেখতে পাবে সারা বিশ্ব।
‘দ্য পারফেক্ট স্টর্ম’ নামের এই প্রবন্ধে বর্ণনা রয়েছে বোকো হারাম-এর মতো ইসলামিক মিলিট্যান্ট দলের যারা আইএসের প্রতি নিজেদের আনুগত্য প্রকাশ করেছে। রয়েছে মধ্য প্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার এমন অনেক ইসলামিক মিলিট্যান্ট দলের কথাও।
এই লেখায় দাবি করা হয়েছে আইএস ইরান এবং আমেরিকার থেকে ট্যাঙ্ক, রকেট লঞ্চার, মিসাইল সিস্টেম, অ্যান্টি-এয়ারক্রাফ্ট সিস্টেম দখল করেছে। এবার তাদের নজর রয়েছে পরমাণু অস্ত্রের দিকে। এখানেই শেষ নয়। এই লেখায় ঘোষণা করা হয়েছে।
এই মুহূর্তে কয়েক কোটি ডলার রয়েছে তাদের ব্যাঙ্কে এবং তারা আর কিছুদিনের মধ্যেই পাকিস্তানের সঙ্গে কথা বলবে এই ধরনের মারণাস্ত্র কেনার জন্যে। তারা এও বলেছে, সেই দেশে অনেক দুর্নীতিগ্রস্ত আধিকারিক আছে। অস্ত্র ব্যবসায়ীদের মাধ্যমে এই সব আধিকারিকদের থেকেই পারমাণবিক অস্ত্র কিনবে বলে জানিয়েছে তারা। আইএসের দাবি তাদের নিশানায় রয়েছে আমেরিকা।
ভবিষ্যতে এমন আঘাত তারা আমেরিকার উপরে আনতে চলেছে যে ফিকে হয়ে যাবে অতীতের সব হামলার নিদর্শন।