শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযানে নামছে পুলিশ। সিলেট মেট্টোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ৩ জুন থেকে এ অভিযান পরিচালিত হবে। অভিযান চলাকালে সকলকে মোটরসাইকেলের যাবতীয় কাগজপত্র সঙ্গে রাখার জন্য মহানগর পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীতে বেশ কিছু মোটরসাইকেল অবৈধভাবে চলাচল করছে। এসব মোটরসাইকেল বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে ব্যবহৃত হয়। মোটর সাইকেল মালিক ও চালকদের আগামী ২ জুনের মধ্যে বিআরটিএ অফিস থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হয়। মোটরসাইকেল বিক্রয়কারী এজেন্ট ও ডিলারদেরকে ক্রেতার নিকট মোটরসাইকেল হস্তান্তরের পূর্বেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়।