মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮

দুর্নীতি নিয়ে তোলপাড়ের মাঝে ফিফার নির্বাচন

দুর্নীতি নিয়ে তোলপাড়ের মাঝে ফিফার নির্বাচন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সুইজারল্যান্ডের জুরিখে ফিফা কংগ্রেস উদ্বোধন করে সংস্থার প্রেসিডেন্ট সেপ ব্লাটার বলেছেন, এই ঘটনা নি:সন্দেহে ফুটবলের ওপর গভীর ছায়া ফেলেছে। এই কেলেঙ্কারি প্রতিষ্ঠানটির জন্য লজ্জা ও অপমানের কারণ হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।

তবে এই ঘটনায় কোনও ধরনের দায় অস্বীকার করেছেন বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ব্লাটার। দুর্নীতির অভিযোগে জুরিখেই ফিফার ৭ জন শীর্ষ কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার একদিন পর তিনি এমন মন্তব্য করলেন। এই ঘটনার পর, ফিফার নির্বাচন স্থগিত করার জন্য এবং ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের পদত্যাগের দাবি জানায় ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ইউএফআ।

তবে পদত্যাগের কোনও সিদ্ধান্ত আপাতত নেই বলে, সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট সেপ ব্লাটার। শুধু তাই নয়, গ্রেফতার হওয়া ফিফার দুর্নীতি গ্রস্ত কর্মকর্তাদের দায়-ও তার নয় বলে তিনি মন্তব্য করেছেন।

মি. ব্লাটার বলেছেন, দুর্নীতি গ্রস্ত কর্মকর্তাদের দায় ফিফা প্রেসিডেন্ট হিসেবে তার ওপরে চাপানো হচ্ছে। কিন্তু প্রতিষ্ঠানের প্রধান হলেও সবাইকেই সবসময় নজরদারিতে রাখা তার পক্ষে সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। ফিফার নির্বাচনে প্রেসিডেন্ট পদে পঞ্চমবারের মতন প্রার্থী হয়েছেন সেপ ব্লাটার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024