শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশের ভেতর দিয়ে ভুটান, ভারত ও নেপালের যাত্রীবাহী, পণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি চলাচলের খসড়া চুক্তির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে মোটর ভেহিকেলস অ্যাগ্রিমেন্ট ফর দ্য রেগুলেশন অব প্যাসেঞ্জার, পারসোনাল অ্যান্ড কার্গো ভেহিকুলার ট্রাফিক বিটুইন বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া অ্যান্ড নেপাল’-এর খসড়ার অনুমোদন দেয়া হয়। এতে করে এই চার দেশের মধ্যে যান চলাচলের জন্য আলাদা কোনো কাগজ লাগবে না। শুধু স্ব স্ব দেশের বৈধ কাগজপত্র থাকলেই এসব যান চলাচল করতে পারবে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, এটি বিবিআইএন চুক্তি নামে অভিহিত হবে। আজ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই খসড়া মন্ত্রিসভায় উত্থাপন করে। আগামী ১৫ই জুন ভুটানে অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই চুক্তি সই হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রিপরিষদ সচিব।