শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট নগরীর খাসদবীরে একটি আবাসিক হোটেলের পানি ট্যাংকির ভেতর থেকে বস্তাভর্তি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে খাসদীবরস্থ হোটেল শাহীনের ৩য় তলার উপরের পানি ট্যাংকি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আম্বরখানা ফাঁড়ির এসআই ইয়াছিন।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১১টি রামদা ও ৩টি হকিস্টিক। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারনি পুলিশ। অভিযানে নেতৃত্বদানকারী এসআই ইয়াসিন জানান- গোপন সংবাদের ভিত্তিতে হোটেল শাহীনের ছাদের উপরের পানির ট্যাংকি থেকে বস্তাভর্তি অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। কে বা কারা অস্ত্রগুলো রেখেছে তা এখনো সনাক্ত করা যায়নি।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে- হোটেল শাহীনের ছাদের উপর ছাত্রদলের একটি গ্রুপ আড্ডা দেয়। তারা ওই ছাদের উপর মাদক সেবনও করে থাকে। ট্যাংকির ভেতর অস্ত্র থাকার ব্যাপারে হোটেল শাহীনের স্বত্ত্বাধিকারী আব্দুর রহিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।