রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪২

বিমান বাহিনীর যুদ্ধবিমান সাগরে বিধ্বস্ত: পাইলট নিখোঁজ

বিমান বাহিনীর যুদ্ধবিমান সাগরে বিধ্বস্ত: পাইলট নিখোঁজ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান সোমবার প্রশিক্ষণকালে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে। এফ-৭ যুদ্ধবিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিখোঁজ রয়েছেন। উদ্ধার তৎপরতা চলছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এসব তথ্য জানানো হয়।

বিমানবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জহুরুল হক ঘাঁটি থেকে আজ বেলা ১১টার দিকে যুদ্ধবিমানটি আকাশে ওড়ে। ১১টা ১৪ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়। আনুমানিক সাড়ে ১১টার দিকে এটি সাগরে বিধ্বস্ত হয়। আইএসপিআরের সহকারী পরিচালক নুর ইসলাম প্রথম আলোকে বলেন, বিধ্বস্ত যুদ্ধবিমান ও পাইলটের খোঁজে অনুসন্ধান এবং উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024